E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘শিক্ষকরাই পারেন সোনার মানুষ তৈরি করতে’

২০২১ অক্টোবর ১৩ ২০:৩৩:৫০
‘শিক্ষকরাই পারেন সোনার মানুষ তৈরি করতে’

স্টাফ রিপোর্টার : বিশ্ববিদ্যালয় হচ্ছে শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ। শিক্ষকরাই পারেন জাতির সোনার মানুষ তৈরি করতে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ কারণে শিক্ষাব্যবস্থার ওপর অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন। ১৯৭৩ সালে তিনি বহু শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণ করেছিলেন।

বুধবার (১৩ অক্টোবর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেগা প্রজেক্টের অধীন দুটি ১০ তলাবিশিষ্ট আবাসিক হল উদ্বোধনের আগে এসব কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের এমপি মাহবুব-উল আলম হানিফ।

এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এ সমৃদ্ধির পথে নেতৃত্ব দিয়ে চলেছেন।

বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি স্মারক ‘মৃত্যুঞ্জয়ী মুজিব' ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি দেন মাহবুব-উল আলম হানিফ। এরপর বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধের সামনে একটি ছাতিম গাছের চারা রোপণ করেন তিনি।


পরে বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের পাশে এক আলোচনা সভায় মিলিত হন অতিথিরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবউল আলম হানিফ।

ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি মিঠুন মোস্তাফিজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, কুষ্টিয়া-৪ আসনের এমপি সেলিম আলতাফ জর্জ, সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা প্রমুখ।

আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ১০ তলাবিশিষ্ট একটি ছাত্র ও আরেকটি ছাত্রী হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাহবুবউল আলম হানিফ।

(ওএস/এএস/অক্টোবর ১৩, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test