E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জবির চার বিভাগে ভর্তি পরীক্ষা স্থগিত

২০২১ ডিসেম্বর ০৩ ১৭:২৬:৩৬
জবির চার বিভাগে ভর্তি পরীক্ষা স্থগিত

জাবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ০৪ (চার) বছর মেয়াদী স্নাতক (সম্মান) প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তির লক্ষ্যে সংগীত, চারুকলা, নাট্যকলা ও ফিল্ম এন্ড টেলিভিশন এ চারটি বিশেষ বিভাগের ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। পাশপাশি সংগীত ও চারুকলা বিভাগের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজিস্ট্রার বলেন, সংগীত, চারুকলা, নাট্যকলা এবং ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ এর ০৩-১২-২০২১ ইং তারিখে অনুষ্ঠিতব্য ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।

তিনি আরো বলেন, আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর সংগীত বিভাগ এবং ১০ ও ১৮ ডিসেম্বর চারুকলা বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাকি দুইটি বিভাগের পরীক্ষার সময়সূচিও দ্রুত ঘোষণা করা হবে।

এর আগে সংগীত, চারুকলা, নাট্যকলা ও ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা ৩ ডিসেম্বর শুক্রবার সকাল ১০.০০ টা থেকে সংশ্লিষ্ট বিভাগে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তির লক্ষ্যে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা গ্রহণের নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী আগামী ১৭ ডিসেম্বর শুক্রবার ও ১৮ ডিসেম্বর শনিবার সকাল ৮.৩০ থেকে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে ২০২০-২১ শিক্ষাবর্ষে বি. এফ. এ (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ব্যবহারিক ও মৌখিক এ দুই ধাপে অনুষ্ঠিত হবে।

এ বিভাগের ব্যবহারিক পরীক্ষার ১০ ডিসেম্বর শুক্রবার সকাল ১০:০০ টা থেকে ১১:৩০ পর্যন্ত অনুষ্ঠিত হবে। চারুকলা বিভাগে ৭০৩ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। দেড় ঘন্টা ব্যাপি এ পরীক্ষা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন সমূহে অনুষ্ঠিত হবে।

ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীবৃন্দ ১৮ ডিসেম্বর শুক্রবার মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগেই সকাল ০৯:০০ থেকে বিকাল ০৩.৩০ ঘটিকা পর্যন্ত (খাবারের বিরতি দুপুর ০১:০০ থেকে ০১.৩০ পর্যন্ত) এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়াও পরীক্ষার ৩০ মিনিট পূর্বে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে এবং প্রবেশ পত্র ছাড়া কাউকে পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ দেয়া হবেনা বলে ভর্তি পরীক্ষা সংক্রান্ত নোটিশে বলা হয়েছে।

ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগীত, চারুকলা, নাট্যকলা, ফিল্ম এন্ড টেলিভিশন - এ ৪ টি বিভাগে বিষয়ভিত্তিক ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক নেয়া হবে। পরীক্ষার ধরন সংশ্লিষ্ট বিভাগ ঠিক করবে। এ ৪ টি বিভাগের প্রতিটির জন্য পৃথকভাবে আবেদন করতে হবে।

সংগীত, চারুকলা, নাট্যকলা ও ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ এই ৪ টি বিভাগের ক্ষেত্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষার ১০০ নম্বর, এসএসসি/সমমান থেকে ১০, এইচএসসি/সমমান থেকে ১০, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ৫০ নম্বরসহ মোট ১৭০ নম্বরের ভিত্তিতে প্রতিটি বিভাগের জন্য মেধা তালিকা করা হবে।

সংগীত, চারুকলা, নাট্যকলা ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে সব শাখার শিক্ষার্থী আবেদন করতে পেরেছেন। এর মধ্যে সংগীত ও চারুকলা বিভাগে আবেদনের জন্য ২০১৭ বা ২০১৮ সালে এসএসসি বা সমমান ও ২০২০ সালে এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ-৩ সহ সর্বমোট জিপিএ ৬ দশমিক ৫০ থাকতে হবে। এছাড়া নাট্যকলা ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে আবেদনের জন্য ২০১৭ বা ২০১৮ সালে এসএসসি বা সমমান ও ২০২০ সালে এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ-৩ সহ মোট জিপিএ ৭ থাকতে হবে বলে ভর্তি বিজ্ঞপ্তিতে শর্তারোপ করা হয়।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল নোটিশ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://admission.jnu.ac.bd)-এ দেখা যাবে।

(এস/এসপি/ডিসেম্বর ০৩, ২০২১)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test