E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জবিতে সশরীরে ক্লাস-পরীক্ষা স্থগিত

২০২২ জানুয়ারি ২১ ১৩:৫৪:৪৬
জবিতে সশরীরে ক্লাস-পরীক্ষা স্থগিত

স্টাফ রিপোর্টার : করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সশরীরে সব ধরনের ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। তবে সেশনজট এড়াতে সব বর্ষের ক্লাস অনলাইনে নেওয়া হবে।

শুক্রবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সশরীরে সব ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। তবে অনলাইনে ক্লাস চলবে। দু’সপ্তাহ পরে সংক্রমণ কমলে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।’

চলমান পরীক্ষার বিষয়ে উপাচার্য বলেন, ‘যেসব বিভাগে পরীক্ষা চলছে, সেগুলো নিয়ে অনুষদের ডিন ও বিভাগের চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

জানা গেছে, বুয়েটের ভর্তির জন্য প্রাক-নির্বাচনী পরীক্ষা গত ২০ ও ২১ অক্টোবর অনুষ্ঠিত হয়। পরে ৬ নভেম্বর চূড়ান্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এদিকে, করোনার সংক্রমণ বাড়ায় ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শুক্রবার (২১ জানুয়ারি) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্কুল কলেজের মতো বিশ্ববিদ্যালয়গুলোও নিজ নিজ ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থাগ্রহণ করবে। শুক্রবার থেকেই এ নির্দেশনা কার্যকর হবে।

অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক শুক্রবার দুপুরে এক অনুষ্ঠানে বলেছেন, ‘যেভাবে আক্রান্তের হার বাড়ছে, তা চলতে থাকলে হাসপাতালের বেড খালি থাকবে না। স্কুলেও আক্রান্তের সংখ্যা বেড়েছে। ফলে আগামী দুই সপ্তাহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।’

জানা গেছে, করোনার সংক্রমণ শুরু হলে ২০২০ সালের ১৭ মার্চ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। দফায় দফায় সেই ছুটি বাড়ানো হয়। প্রায় দেড় বছর পর ২০২১ সালের সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়।

(ওএস/এএস/জানুয়ারি ২১, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test