E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইবির কেন্দ্রীয় মসজিদের ফ্যান চুরি, তদন্ত কমিটি গঠন

২০২২ জুন ১২ ২১:২০:৪১
ইবির কেন্দ্রীয় মসজিদের ফ্যান চুরি, তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় মসজিদের জানালার কাচ ভেঙে চারটি বড় স্ট্যান্ড ফ্যান চুরি হয়েছে। মাদকসেবীরা এ ঘটনার সঙ্গে জড়িত বলে ধারণা করছেন কেন্দ্রীয় মসজিদের ইমাম।

বুধবার (৮ জুন) রাতে চুরি সংঘটিত হয়। এ ঘটনায় রবিবার (১২ জুন) তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় মসজিদের খতিব ড. শোয়াইব আহমেদ বলেন, ‘চুরির পরদিন (বৃহস্পতিবার) প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। আমার ধারণা, ক্যাম্পাসের মাদকসেবীরা এর সঙ্গে জড়িত।’

তদন্ত কমিটির সদস্য রোজদার আলী রূপম বলেন, ‘আশপাশের ভবনগুলোতে সিসিটিভি ক্যামেরা থাকলেও মসজিদে নেই। দিনের বেলা মসজিদ এলাকায় খাদেমরা থাকলেও রাতের বেলা নিরাপত্তা ব্যবস্থা থাকে না। আমরা কেন্দ্রীয় মসজিদ এলাকায় নিরাপত্তা বাড়ানোর দিকে নজর দেবো।’

কমিটির আহ্বায়ক ড. মুর্শিদ আলম বলেন, ‘আমি ক্যাম্পাসের বাইরে ছিলাম। আজ আসার পর খবর পেলাম আমাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে বসবো।’

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের মসজিদের মতো জায়গায় চুরি হলে অন্য শিক্ষার্থীরা তো আরও অনিরাপদ।

(ওএস/এএস/জুন ১২, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test