E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে ডুয়েট উপাচার্যের শোক

২০২২ সেপ্টেম্বর ১২ ১৮:৪৫:০১
সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে ডুয়েট উপাচার্যের শোক

স্টাফ রিপোর্টার, গাজীপুর : জাতীয় সংসদের উপনেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, বর্ষীয়ান রাজনীতিবিদ সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান। 

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপাচার্য এক শোক বার্তায় বলেন, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, দেশপ্রেমিক ও রাজনীতিতে নিবেদিত প্রাণ সৈয়দা সাজেদা চৌধুরী ছিলেন দৃঢ় মনোবল সম্পন্ন সততা ও একনিষ্ঠতার প্রতীক। প্রথিতযশা এই রাজনীতিবিদ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করেছেন। তিনি রাজনৈতিক প্রজ্ঞা ও মেধা দিয়ে জাতীয় সংসদের উপনেতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত নিষ্ঠা, সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। দেশের যে কোন সংকটময় মুহূর্তে তাঁর অসীম সাহসিকতা ও আপোষহীন নেতৃত্ব জাতিকে আলোর পথ দেখিয়েছে।

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ তাঁর দীর্ঘ সংগ্রামী জীবনে তিনি সামরিক শাসন, সাম্প্রদায়িক-জঙ্গিবাদী রাজনীতির বিপরীতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা ও আদর্শকে ধারণ করে অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন দেশ গড়ার লক্ষ্যে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তিনি প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ডিজিটাল ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিষ্ঠার সঙ্গে নিরলসভাবে কাজ করেছেন। তাঁর মৃত্যুতে দেশ ও জাতি একজন প্রকৃত দেশপ্রেমিক ও অভিজ্ঞ রাজনীতিবিদকে হারালো, যে শূন্যতা পূরণ হবার নয়।

উপাচার্য তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

(এস/এসপি/সেপ্টেম্বর ১২, ২০২২)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test