E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গুচ্ছ ভর্তিতেই থাকছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

২০২৩ এপ্রিল ১৬ ১৮:০২:০৮
গুচ্ছ ভর্তিতেই থাকছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

স্টাফ রিপোর্টার : ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কার্যক্রমে থাকছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। রোববার (১৬ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বিষয়টি জানিয়েছেন।

জবি উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, এরই মধ্যে প্রজ্ঞাপন পেয়েছি৷ রাষ্ট্রপতির আদেশ মানতে আমরা বাধ্য। এর বাইরে যাওয়ার সুযোগ নেই৷ সুতরাং এবার গুচ্ছ পদ্ধতিতেই থাকছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। দ্রুতই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হবে।

তিনি বলেন, ইউনিট ভর্তি কমিটিগুলো তাদের কাজ করে যাবে৷ এ বছরের ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইমও থাকবে। বিজ্ঞপ্তিতে অন্যান্য সব বিষয় বিস্তারিত থাকবে।

এর আগে শনিবার (১৫ এপ্রিল) বিগত সময়ের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) দায়িত্ব দেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। রাষ্ট্রপতির নির্দেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

তবে বিষয়টি নিয়ে এখনই কোনো মন্তব্য করেনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম বলেন, আমরা সাধারণ সভা করবো৷ যেহেতু রাষ্ট্রপতি একটি আদেশ দিয়েছেন তাই সভায় আমরা বিষয়টি নিয়ে আলোচনা করবো৷ কবে সভা হবে সেটি আলোচনাসাপেক্ষে নির্ধারণ করতে হবে।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান বলেন, সাধারণ সভাতেই এ বিষয়ে আলোচনা হবে৷ এর বাইরে আমরা এখন কিছু বলতে পারবো না৷ যেহেতু ঈদের বন্ধের আর একদিন বাকি তাই ঈদের পরেই হয়ত সভা আয়োজন করা হবে৷ সভায় যা সিদ্ধান্ত হবে সেটি জানিয়ে দেওয়া হবে।

জানা গেছে, শিক্ষক সমিতির দাবি ও আন্দোলনের প্রেক্ষিতে একাডেমিক কাউন্সিলের সভায় চলতি বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে কেন্দ্রীয় ভর্তি কমিটি ও ইউনিট ভর্তি কমিটি গঠন করা হয়৷

এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার লক্ষ্যে এরই মধ্যেই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়৷ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছে না থাকতে মত প্রকাশ করে৷ তাই সবগুলো বিশ্ববিদ্যালয়কেই গুচ্ছ ভর্তি পদ্ধতিতে রাখতে প্রজ্ঞাপন জারি করে ইউজিসিকে দায়িত্ব দিলেন বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য।

(ওএস/এসপি/এপ্রিল ১৬, ২০২৩)

পাঠকের মতামত:

১৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test