E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে কৃষকের ধান কেটে দিলো হাবিপ্রবি ছাত্রলীগ

২০২৩ মে ০৮ ১৮:২৬:৪৯
দিনাজপুরে কৃষকের ধান কেটে দিলো হাবিপ্রবি ছাত্রলীগ

শাহ্ আলম শাহী, দিনাজপুর : বাংলাদেশ ছাত্র লীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দেশের অন্যতম বিদ্যাপীঠ দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রখর রদ্র উপেক্ষা করে কেটে দিলো কৃষকের জমির সোনালী ফসল বোরো ধান।

আজ সোমবার সকালে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাশেরহাট এলাকার কৃষক সুবাশের ২০ শতাংশ জমির ধান কেটে ঘরে পৌছে দেয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী।

এসময় ছাত্রলীগ নেতারা জানান, স্থানীয় গরীব ও দুস্থ্য কৃষকদের ধান কেটে দেয়ার পাশাপাশি কৃষকদের দরজায় পৌছে দিচ্ছে ছাত্রলীগ নেতাকর্মীরা। শুধু ধান কাটা নয় ছাত্রলীগকর্মীরা বৈশ্বিক মহামারী করোনাকালীন সময় অসহায় মানুষদের পাশে দাড়িয়েছে এবং সব ধরনের সহযোগীতা করেছে। চলতি বোরো মৌসুমের শুরু থেকে শেষ পর্যন্ত ছাত্রলীগের এই ধানকাটা কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানান ছাত্রলীগ নেতাকর্মীরা।

সুবিধাভোগী কৃষক সুভাষ চন্দ্র বলেন, আমি গরিব মানুষ, এতোগুলো ধান কাটতে গেলে আমার টাকা খরচ হতো। আমার ভালোই উপকার হলো। ছাত্রলীগকে ধন্যবাদ।

এসময় সাংবাদিকদের বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশের নেতা ও বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের সাংগঠনিক সম্পাদক মোর্শেদুল আলম রনি বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে আমরা দরিদ্র কৃষকের ধান কেটে দিয়েছি। বেশ ভালো লেগেছে। আমরা ভবিষ্যতেও কেন্দ্রীয় ছাত্রলীগের যে কোন নির্দেশনা মানতে বদ্ধ পরিকর।

উক্ত কর্মসূচিতে ছাত্রলীগের ইলিয়াস দেওয়ান, সাব্বির মাহমুদ শুভ, মশিউর রহমান মোমিন, জুয়েল রানা, মুন্না, বকুলসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, চলতি বোরো মৌসুমে জমি থেকে ধান কেটে কৃষকের ঘরে নিরাপদে পৌঁছে দিতে তরুণ প্রজন্ম, ছাত্র ও যুবসমাজের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

আজ সোমবার বিকেলেচছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব আহ্বান ও অনুরোধ জানানো হয়।

এতে বলা হয়, ‘ছাত্রলীগের সংকল্প, অতীতের ন্যায় এ বছরও ছাত্রলীগের নেতা-কর্মীরা ধান কেটে কৃষকের কাছের বন্ধুতে পরিণত হবে।’

(এস/এসপি/মে ০৮, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test