E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিশেষ সমাবর্তনে বঙ্গবন্ধুকে ডিগ্রি দেবে ঢাবি

২০২৩ অক্টোবর ২৬ ১৬:৪১:৩০
বিশেষ সমাবর্তনে বঙ্গবন্ধুকে ডিগ্রি দেবে ঢাবি

স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশেষ সমাবর্তন আগামী ২৯ অক্টোবর বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বিশেষ সমাবর্তনে প্রায় ১৯ হাজার শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই, রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েট এবং অতিথিদের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ (মরণোত্তর) ডিগ্রি দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আবদুল মতিন ভার্চ্যুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান এসব কথা বলেন।

সমাবর্তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিনের অসুস্থতাজনিত কারণে রাষ্ট্রপতির অনুমতিক্রমে উপাচার্য আখতারুজ্জামান সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

সমাবর্তনস্থল লক্ষ্যে ২৯ তারিখ সকাল ১০টায় কার্জন হল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সমাবর্তনস্থলে প্রবেশ করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

প্রয়োজনীয় নির্দেশনাবলী:

সমাবর্তনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণপত্র এবং জাতীয় পরিচয়পত্র/প্রতিষ্ঠান কর্তৃক আইডি কার্ড/পাসপোর্ট সঙ্গে আনতে হবে। আমন্ত্রণপত্র হস্তান্তরযোগ্য নয়। সমাবর্তনস্থলে মোবাইলফোন, হাতব্যাগ, ব্রিফকেস, ক্যামেরা, ইলেকট্রনিক ডিভাইস, ছাতা ও পানির বোতল নিয়ে প্রবেশ করা যাবে না। তবে বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা বিশেষ অনুমতিত সাপেক্ষে মোবাইলফোন এবং ক্যামেরা নিয়ে প্রবেশ করতে পারবেন।

প্রবেশের সময় ও স্থান:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের ‘জিমনেসিয়াম সংলগ্ন গেট’ দিয়ে সমাবর্তনস্থলে প্রবেশ করতে হবে। সকাল ৮টায় গেট খোলা হবে এবং তাদের সকাল ১০টার মধ্যে অবশ্যই সমাবর্তনস্থলে আসন গ্রহণ করতে বলা হয়।

বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইগণ, রেজিস্টার্ড গ্র্যাজুয়েটবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ সুইমিং পুল সংলগ্ন গেট দিয়ে সমাবর্তনস্থলে প্রবেশ করবে। তাদের জন্য সকাল ৯টায় গেট খোলা হবে এবং তাদের সকাল ১০টার মধ্যে অবশ্যই সমাবর্তনস্থলে আসন গ্রহণ করতে বিশেষভাবে অনুরোধ করা হয়।

যেসব রাস্তায় যান চলাচল সাময়িক বন্ধ থাকবে

সমাবর্তনের দিন সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত শাহবাগ ক্রসিং থেকে দোয়েল চত্বর, হাইকোর্ট থেকে দোয়েল চত্বর, ঢাকা মেডিকেল কলেজ থেকে দোয়েল চত্বর, পলাশি থেকে দোয়েল চত্বর এবং নীলক্ষেত থেকে দোয়েল চত্বর পর্যন্ত রাস্তায় গণপরিবহন চলাচল বন্ধ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনার পাশাপাশি সর্বসাধারণের চলাচলের জন্য বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ করা হয়।

গাড়ি পার্কিং-এর স্থান

সমাবর্তনের দিন ভিআইপি অতিথিদের গাড়ি কাজী মোতাহার হোসেন বিজ্ঞান ভবন (কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সায়েন্স এ্যানেক্স ভবন) মাঠে ও মোকাররম ভবন চত্বরে (কেন্দ্রীয় খেলার মাঠের উত্তর পাশে) পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।

এছাড়া অন্যান্য আমন্ত্রিত অতিথিদের গাড়ি সোহরাওয়ার্দী উদ্যান ও হাজী মুহম্মদ মুহসীন হল খেলার মাঠে পার্কিং করতে বলা হয়। সমাবর্তনে অংশগ্রহণকারীদের চলাচলের সুবিধার্থে ক্যাম্পাসের অন্য কোনো রাস্তায় গাড়ি পার্কিং না করার জন্য অনুরোধ করা হয়।

এসময় উপাচার্য সমাবর্তন শান্তিপূর্ণভাবে আয়োজনে ক্যাম্পাসের স্থিতিশীল ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সব রাজনৈতিক দল, ক্রীয়াশীল ছাত্র সংগঠন ও ভিন্নমতের সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

(ওএস/এসপি/অক্টোবর ২৬, ২০২৩)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test