E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জবি এআইএসডিএফ’র নেতৃত্বে হিরা-রুপা

২০২৩ ডিসেম্বর ১২ ১৫:৩০:০০
জবি এআইএসডিএফ’র নেতৃত্বে হিরা-রুপা

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ ডিবেট ফোরামের (এআইএসডিএফ) নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৩-২৪) ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে হিরা সুলতানা এবং সাধারণ সম্পাদক পদে রূপা আক্তার বিউটিকে মনোনীত করা হয়েছে। হিরা সুলতানা বিভাগের ২০১৮-১৯ এবং রূপা আক্তার বিউটি ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

গত সোমবার একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ এর চেয়ারম্যান অধ্যাপক মো. শফিকুল ইসলাম, এআইএসডিএফ’র সদ্য বিদায়ী সভাপতি খালিদ হাসান আদর ও সাধারণ সম্পাদক আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. ফাহিমুল হক, রোকাইয়া আক্তার স্বর্ণালী, ফাহিমা বিনতে আনোয়ার, রাজু রায়হান টুটুল, রাজিয়া আক্তার রিতু, মো. শাহরিয়ার বিশ্বাস রাহাত। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোনায়েম, হামিম হোসেন, সুমাইয়া ফাতেমা, নূর আলম শুভ, মোজাম্মেল হোসেন শিমুল, আব্দুল ওয়াহাব, নদীয়া আক্তর।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবিদুল হক রাহাত, দপ্তর সম্পাদক ইসরাত জাহান ইমু, অর্থ সম্পাদক সাজিদা নাজনীন মিম, প্রচার সম্পাদক বিকাশ ঘোষ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তাহমিনা আক্তার, প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক রাসেল সরকার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুবোধ দাস, আইন সম্পাদক সজীব মজুমদার, ছাত্রী বিষয়ক সম্পাদক হাবিবা ইসলাম, কর্মসূচি বিষয়ক সম্পাদক উজ্জ্বল চন্দ্র দাস, মানবসম্পদ বিষয়ক সম্পাদক সোনিয়া আক্তার, গবেষণা বিষয়ক সম্পাদক নাজিয়া সুলতানা, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান মল্লিক, আপ্যায়ন সম্পাদক শক্তি বিশ্বাস তৃষা।

এআইএসডিএফ’র নবনির্বাচিত সভাপতি হিরা সুলতানা বলেন, এআইএসডিএফ নিঃসন্দেহে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শক্তিশালী বিতর্ক ক্লাবের মধ্যে অন্যতম একটি ক্লাব। এমন একটি বিতর্ক ক্লাবের দায়িত্ব পেয়ে খুবই আনন্দিত। সবসময় চাইবো এই ক্লাবের সকল বিতার্কিকদের আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে। ক্লাবের জন্য অনেক কিছুই করার ইচ্ছে আছে। সবাইকে সাথে নিয়ে সাধ্যের মধ্যে ভালো কিছু করার সবটুকু চেষ্টা থাকবে।

সাধারণ সম্পাদক রূপা আক্তার বিউটি জানান, নতুন দ্বায়িত্ব সবসময়ই নতুন অভিজ্ঞতা ও জ্ঞানের জন্ম দেয়। সবার ভরসার যথাযথ মান রেখে বিভাগের ডিবেট ফোরামকে নিজেদের সেরাটা দিতে চাই। যাতে বিতার্কিক শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে নয় পুরো দেশে নিজেদের সফলতার ছাপ রাখতে পারে।

এর আগে রোববার এআইএসডিএফ’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২২-২৩ কার্যনির্বাহী কমিটির সকল সদস্য ও সক্রিয় বিতার্কিকরা উপস্থিত ছিলেন।

(এস/এসপি/ডিসেম্বর ১২, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test