E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বশেমুরকৃবিতে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

২০২৪ জানুয়ারি ১০ ১৭:১২:০৪
বশেমুরকৃবিতে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

স্টাফ রির্পোটার, গাজীপুর : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে বন্দিদশা থেকে ৮ জানুয়ারি মুক্তি পেয়ে লন্ডন-দিল্লি হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রথম পা রাখেন।

ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের স্মরণে ১০ জানুয়ারি সকালে ভাইস-চ্যান্সেলর এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।

এছাড়াও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে দিবসের তাৎপর্য তুলে ধরে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ১৯৭১ এর নয় মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রাম শেষে কাঙ্খিত বিজয় লাভের পর বঙ্গবন্ধু’র মুক্তি ও দেশে প্রত্যাবর্তন নিয়ে সারাদেশেই গভীর উৎকন্ঠা বিরাজ করছিল, বিজয়ের এ মহানন্দ ঐদিন অপূর্ণ রয়ে গিয়েছিল।

জাতির পিতা স্বাধীন বাংলাদেশে সগৌরবে ফেরার মধ্য দিয়ে মিক্তিযুদ্ধের পরিপূর্ণ বিজয় অর্জিত হয় এবং স্বাধীনতা পূর্ণতা লাভ করে। বঙ্গবন্ধু তাঁর এ স্বদেশ প্রত্যাবর্তনকে ‘অন্ধকার থেকে আলোর পথে যাত্রা’ আখ্যায়িত করেছিলেন। তিনি বঙ্গবন্ধু, তাঁর পরিবার ও জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফেরাত ও চিরশান্তি কামনা করেন। স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

(এস/এসপি/জানুয়ারি ১০, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test