E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালন

২০২৪ মার্চ ০৭ ১৩:১০:১৮
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালন

স্টাফ রিপোর্টার, গাজীপুর : যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে এ উপলক্ষ্যে প্রশাসন চত্বর হতে একটি বর্নাঢ শোভাযাত্রা ভারপ্রাপ্ত ভিসি ও ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমদ এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভারপ্রাপ্ত ভিসি ও ট্রেজারারের নেতৃত্বে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।

দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনায় প্রধান অতিথি প্রফেসর তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধুই আমাদের একমাত্র দিশারি। ৭ মার্চের ভাষণ ঐতিহাসিক এবং বিশ্বের নিপিড়িত, শোষিত, অধিকার বঞ্চিত সংগ্রামী মানুষের এগিয়ে যাওয়ার মূল প্রেরণা। ১৮ মিনিট ৩০ সেকেন্ডের ১১০৫ শব্দের অলিখিত এই ভাষণটি আজ জাতিসংঘের প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃত। একটি মাত্র ভাষণ একটি নরিস্ত্র জাতিকে কিভাবে সশস্ত্র সংগ্রামে উদ্বুদ্ধ করতে পারে তার একটি শ্রেষ্ঠ দলিল এটি। তিনি বঙ্গবন্ধুর সংগ্রামী চেতনায় ও গভীর দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সকলকে দেশ ও মানুষের সেবায় আত্ম নিয়োগের জন্য আহ্বান জানান।

তিনি আরো বলেন, নিপীড়িত বাঙালির ত্রাতা হিসেবে স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপসহীন নেতৃত্ব বাঙালি জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে বঙ্গবন্ধুর আত্মত্যাগের ইতিহাস পর্যালোচনা এবং বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে আরো বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ অহিদুজ্জামান। দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দিবসের সকল কর্মসূচিতে ডীন, রেজিস্ট্রার, পরিচালক, প্রক্টর, প্রভোস্টবৃন্দসহ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

(এসআর/এএস/মার্চ ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test