E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব বন দিবস পালিত

২০২৪ মার্চ ২১ ১৮:২১:১৩
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব বন দিবস পালিত

স্টাফ রিপোর্টার, গাজীপুর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে পালিত হলো বিশ্ব বন দিবস। বৃহস্পতিবার (২১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট অনুষদের আয়োজনে দিবসের শুরুতে একটি র‌্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবন চত্বরে এসে শেষ হয়। র‌্যালী শেষে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটরিয়ামে অগ্নি নির্বাপন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের শুরুতেই বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থপনা ও বনাঞ্চল সম্পর্কে একটি সংক্ষিপ্ত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

প্রশিক্ষণের উদ্বোধনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া বলেন, প্রতিটি সৃষ্টির জন্য অনুকূল পরিবেশ অপরিহার্য। আর এ পরিবেশের অন্যতম উপাদান হচ্ছে প্রকৃতি, গাছপালা ও বনাঞ্চল। সুস্থ্য ও সুন্দর জীবনযাপনের প্রয়োজনে প্রকৃতিকে সংরক্ষণ ও বাঁচিয়ে রাখতে এবং সচেতনতা বৃদ্ধির জন্য বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়।

তিনি আরো বলেন, দেশের প্রতিটি বাড়ী ও আবাসস্থলকে এক একটি পরিবেশ বান্ধব খামারে রূপান্তরের মাধ্যমে জলবায়ু ও আবহাওয়ার বিরূপ প্রভাব থেকে আমরা প্রাণীকূলকে রক্ষা করতে পারি।

বক্তব্য শেষে তিনি বিশ্ব বন দিবস ও অগ্নি নির্বাপন এবং দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন।ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট অনুষদের ডীন, প্রফেসর ড. মোঃ মাইন উদ্দিন মিয়ার সভাপতিত্বে প্রশিক্ষণ পর্ব পরিচালনা করেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স গাজীপুরের ওয়্যার হাউজ ইনস্ট্রাকটর আমিনুল ইসলাম। প্রশিক্ষণ শেষে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে অগ্নি নির্বাপন কৌশল রপ্ত ও এর ব্যবহারিক প্রয়োগ সরেজমিন প্রদর্শন করা হয়।

দিবসের কর্মসূচির মধ্যে ছিল, র‌্যালি, আলোচনা, অগ্নি নির্বাপন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ এবং অগ্নি নির্বাপন ব্যবস্থাপনা কৌশল রপ্ত। দিবসের সকল কর্মসূচিতে অনুষদের সকল শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

(এস/এসপি/মার্চ ২১, ২০২৪)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test