E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বশেমুরবিপ্রবিতে ইনোভেশন শোকেসিং বিষয়ক কর্মশালা 

২০২৪ মে ০২ ১৭:৪২:০৪
বশেমুরবিপ্রবিতে ইনোভেশন শোকেসিং বিষয়ক কর্মশালা 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২৩-২০২৪ বাস্তবায়নের অংশ হিসেবে ‘ইনোভেশন শোকেসিং বিষয়ক’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন কমিটির আয়োজনে আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে শিক্ষার্থীদের বাছাইকৃত ৫টি দল তাদের উদ্ভাবনগুলো প্রদর্শন করে। এর মধ্যে BSMRSTU Digital Diary I University Automotion system চূড়ান্তভাবে গৃহীত হয়।

আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম এবং অভ্যন্তরীণ যোগাযোগ সহজীকরণে শিক্ষার্থীদের এসব উদ্ভাবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ও ইনোভেশন কমিটির আহ্বায়ক ড. সালেহ আহমেদ।

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত প্রেস বিঞ্জপ্তিতে এসব তথ্য জানাগেছে।

(টিবি/এসপি/মে ০২, ২০২৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test