E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাবি শিক্ষক হত্যার বিচারের দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি

২০১৪ নভেম্বর ২৩ ১৬:৫৫:৪৯
রাবি শিক্ষক হত্যার বিচারের দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. শফিউল ইসলাম হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ।

রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে ঘণ্টাব্যাপী এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

বক্তারা বলেন, হত্যাকাণ্ডের ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে তদন্তে দেরি করা হচ্ছে। এজন্য হত্যার পর আটদিন পেরিয়ে গেলেও পুলিশ জড়িতদের আইনের আওতায় আনতে পারেনি।

বক্তারা জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। এসময় আগামী তিনদিন বিশ্ববিদ্যালয়ে গণস্বাক্ষর কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন-মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ আজম শান্তনু, ইতিহাস বিভাগের অধ্যাপক চিত্তরঞ্জণ মিশ্র, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক সুলতানুল ইসলাম, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মারুফ, আইন বিভাগের অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান প্রমুখ।

(ওএস/এএস/নভেম্বর ২৩, ২০১৪ )

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test