E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বন্যার্তদের সহায়তায় ১ দিনের বেতন দিলেন গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি’র শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা

২০২৪ সেপ্টেম্বর ২৬ ১৪:৪৬:২৪
বন্যার্তদের সহায়তায় ১ দিনের বেতন দিলেন গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি’র শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা


গোপালগঞ্জ প্রতিনিধি : সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা মাননীয় প্রধান উপদেষ্টার ‘ত্রাণ ও কল্যাণ তহবিলে’ ১ দিনের বেতন প্রদান করেছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের কক্ষে অগ্রণী ব্যাংক, বশেমুরবিপ্রবি শাখার ব্যবস্থাপক কার্তিক চন্দ্র মণ্ডলের কাছে অনুদানের ৬ লাখ ৪১ হাজার ৯ শত ৫৬ টাকার (ছয় লাখ একচল্লিশ হাজার নয়শত ছাপান্ন) চেক হস্তান্তর করা হয়।

এ সময় শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাহবুবুল আলম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

(এমএস/এএস/সেপ্টেম্বর ২৬, ২০২৪)

পাঠকের মতামত:

০৭ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test