E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলবে শাটল বাস

২০২৪ নভেম্বর ২২ ১৩:০২:৩১
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলবে শাটল বাস

স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো ক্যাম্পাসে শাটল বাস সার্ভিস চালু হচ্ছে। পরীক্ষামূলকভাবে আগামী ৩ মাসের জন্য এ সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চলতি মাসের শেষ সপ্তাহে বাস চলাচল শুরু হবে।

তিনটি নন এসি মিনিবাস দিয়ে সার্ভিসটি যাত্রা শুরু করবে। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত চক্রাকারে ক্যাম্পাসের তিনটি রুটে চলাচল করবে শাটল বাস।

প্রথম রুট কবি সুফিয়া কামাল হল-অমর একুশে হল-শহীদুল্লাহ হল-কার্জন হল-মোকাররম ভবন-সায়েন্স অ্যানেক্স ভবন-টিএসসি-কলাভবন-মলচত্বর-নীলক্ষেত মোড়।

দ্বিতীয় রুট হলো নীলক্ষেত মোড়-মলচত্বর-বিজনেস ফ্যাকাল্টি-লেকচার থিয়েটার ভবন-মধুর ক্যান্টিন-কেন্দ্রীয় লাইব্রেরি-চারুকলা-টিএসসি-পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট- কার্জন হল-কবি সুফিয়া কামাল হল।

তৃতীয় রুট হলো কবি সুফিয়া কামাল হল-অমর একুশে হল-শহীদুল্লাহ হল-কার্জন হল-মোকাররম ভবন- সায়েন্স অ্যানেক্স ভবন-জগন্নাথ হল-এস এম হল-ফুলার রোড-মলচত্বর-নীলক্ষেত মোড়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান চলতি মাসের শেষ সপ্তাহে এ শাটল বাস সার্ভিস উদ্বোধন করতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার শাটল বাস সার্ভিসের জন্য নির্ধারিত বাসগুলো পরিদর্শন করেন।

(ওএস/এএস/নভেম্বর ২২, ২০২৪)

পাঠকের মতামত:

১১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test