E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বশেমুরবিপ্রবি’তে মাদক বিরোধী আলোচনা সভা 

২০২৪ ডিসেম্বর ০৩ ১৮:৫৯:১৩
বশেমুরবিপ্রবি’তে মাদক বিরোধী আলোচনা সভা 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : ‘মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার বিকেলে একাডেমিক ভবনের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর এ সভার আয়োজন করে।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা। সভায় প্রধান আলোচকের বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ মাদকের ব্যবহার ও এর কুফল নিয়ে বিস্তারিত আলোকপাত করেন।

এছাড়াও সভায় বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. শাহজাহান, শিক্ষক সমিতির সভাপতি মো. ফায়েকুজ্জামান মিয়া সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, মাদক এমনই এক অভিশাপ, যা সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থীকেও ধ্বংস করে দেয়। আমরা যদি সচেতন থাকতাম, তাহলে আমাদের সমাজ, রাষ্ট্র এতোটা খারাপ জায়গায় পৌঁছাতো না। কাজেই আমরা খারাপ কিছু করবো না, এমন প্রতিজ্ঞা করতে হবে। মাদক বিরোধী সুচিন্তা মগজে প্রবেশ করাতে হবে, ব্যক্তি জীবনে সৎ হতে হবে। যাতে কোনো ধরনের খারাপ অনুষঙ্গ আমাদের স্পর্শও করতে না পারে। একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণার পরিবেশ রক্ষার্থে মাদক বিরোধী শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরিতে প্রয়োজনীয় সবটুকু করণীয় আমরা করবো।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, মাদক সন্ত্রাস যাবতীয় উন্নয়নের পথে প্রধান অন্তরায়। মাদকের গ্রাসে আমাদের সমাজ, রাষ্ট্র, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছুই ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদক সিন্ডিকেট এতোটা গভীরে প্রবেশ করেছে যে, স্থায়ীভাবে তা নির্মূল করা যায় না। তারপরও জেলা প্রশাসন মাদকের বিস্তার রোধে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।

(টিবি/এসপি/ডিসেম্বর ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

২৪ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test