E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

আন্দোলনে হামলা

ববির ২১ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি

২০২৪ ডিসেম্বর ২০ ১৮:০৩:০০
ববির ২১ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সমন্বয়কদের সভায় হামলা ও আন্দোলনকারীদের পুলিশে ধরিয়ে দেবার ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বর্তমান ও সাবেক ২১ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে উপাচার্য কার্যালয় থেকে এ সংক্রান্ত চিঠি প্রেরণ করা হয়েছে রেজিস্ট্রারের দপ্তরে।

আজ শুক্রবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) উপাচার্য দপ্তর থেকে চিঠি দিয়ে দুটি পৃথক ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। এ ব্যাপারে আগামী সপ্তাহে উপাচার্যের সাথে কথা বলে পদক্ষেপ গ্রহণ করা হবে।

প্রক্টর ও রেজিস্টার দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সভায় হামলা এবং পহেলা আগস্ট আন্দোলনে নেতৃত্বদানকারীদের পুলিশে ধরিয়ে দেবার ঘটনায় প্রাথমিকভাবে বর্তমান ও সাবেক ২১ শিক্ষার্থীকে চিহ্নিত করেছে আন্দোলনকারীরা।

প্রক্টর অফিস সূত্রে পাওয়া তথ্যমতে অভিযুক্তরা হলেন, আইন বিভাগের অমিত হাসান রক্তিম, মাহামুদুল হাসান তমাল, গণিত বিভাগের মোবাশ্বের রিদম, আবিদ হাসান, মার্কেটিং বিভাগের টিকলি শরীফ, হিসাব বিজ্ঞান বিভাগের আবুল খায়ের আরাফাত, শরিফুল ইসলাম, বাংলা বিভাগের রাকিবুল হাসান, সাব্বির হোসেন, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের আল সামাদ শান্ত, খালিদ হাসান রুমি, অর্থনীতি বিভাগের সরোয়ার আহমেদ সাইফ, লোকপ্রশাসন বিভাগের প্রসেনজিৎ কুমার, কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের মো. শওকত হোসেন, ব্যবস্থাপনা বিভাগের ইরাজ রব্বানী।

এছাড়াও এসব ঘটনার হুকুমদাতা হিসেবে চিহ্নিত করে পৃথক অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ছয়জন সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য একটি ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। তারা হলেন ব্যবস্থাপনা বিভাগের ফিরোজুল ইসলাম নয়ন, ইমরান হোসেন নাইম, আইন বিভাগের নাইম উদ্দিন, শাখাওয়াত হোসেন অনু, হিসাববিজ্ঞান বিভাগের সৈয়দ রুম্মান ইসলাম ও অর্থনীতি বিভাগের রাজিব মন্ডল। সূত্রমতে, অভিযুক্তরা সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে জড়িত।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির দুইজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ছাত্রদের তিনটি পক্ষ অভিযুক্তদের তালিকা জমা দিয়েছে। এগুলো বিচার বিশ্লেষণ চলমান রয়েছে। তবে বর্তমান উপাচার্য ড. শুচিতা শরমিন আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণে বদ্ধপরিকর।

(টিবি/এসপি/ডিসেম্বর ২০, ২০২৪)

পাঠকের মতামত:

১৬ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test