E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইবি খুলে দেয়ার দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদানে পুলিশী বাধা

২০১৫ মার্চ ১৬ ১৯:০৪:০৪
ইবি খুলে দেয়ার দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদানে পুলিশী বাধা

কুষ্টিয়া প্রতিনিধি : দীর্ঘ ১১৩ দিন বন্ধ থাকা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খুলে দিয়ে ক্লাশ-পরীক্ষা চালুর দাবিতে সাধারণ শিক্ষার্থীরা স্মারকলিপি দিতে চাইলে পুলিশ তাতে বাধা দিয়েছে।

সোমবার সকাল ১০টায় শিক্ষার্থীরা কুষ্টিয়া থেকে ক্যাম্পাসে যাওয়ার সময় ঝিনাইদহ সড়কের কাষ্টম মোড়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ বাস থামিয়ে তাদের নামিয়ে দেয়।

এসময় ঘটনাস্থলেই শিক্ষার্থীরা মানববন্ধনসহ অবস্থান গ্রহন করেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও বর্ষের সমবেত দুই শতাধিক শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিনা উস্কানীতে সু-শৃংখল ও শান্তিপূর্ণ স্মারকলিপি প্রদানে পরিকল্পিত ভাবে পুলিশী বাধা দিয়ে প্রশাসনের নগ্নতাকেই প্রকাশ করেছে।

তারা আরও বলেন, আগামী ১৮মার্চ ক্যাম্পাস খুলে ক্লাশ-পরীক্ষা চালুর দাবিতে ঘোষিত অনির্দিষ্টকালে অনশন কর্মসূচীর অংশ হিসেবে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করতে চাইলে তাতে হস্তক্ষেপ করেছে প্রশাসন। এবিষয়ে মডেল থানার ওসি তদন্ত রবিউল ইসলাম জানান, আইন শৃংখলার অবনতি ঘটতে পারে এমন আশংকায় তাদের ক্যাম্পাসে যেতে দেয়া হয়নি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.লোকমান হাকিম জানান, শিক্ষার্থীদের দাবি একেবারেই ন্যায় সংগত; তবে কি কারণে পুলিশ তাদের বাধা দিয়েছে সে বিষয়টি আইন শৃংখলা বাহিনীর নিজস্ব ব্যাপার।

(কেকে/এএস/মার্চ ১৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test