E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন

২০১৫ মার্চ ২৬ ১৫:২৮:৫৬
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন

গোপালগঞ্জ প্রতিনিধি : বিভিন্ন আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে  প্রশাসনিক ভবনে বৃহস্পতিবার সকাল ১১টায়  আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের শিক্ষক প্রফেসর দিলীপ কুমার নাথ, রেজিস্ট্রার প্রফেসর মোঃ জাকির হোসেন, এপিইসি বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. শাহজাহান, প্রক্টর ড. মোছাঃ হালিমা খাতুন, স্বাধীনতা দিবস হলের প্রভোস্ট দীপংকর কুমার, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট সুকান্ত বিশ্বাস, প্রভাষক আব্দুল্লাহ আল আসাদ, আসমা খাতুন, সানজীদা পারভীন, বিপ্লব বিশ্বাস শিক্ষার্থী আরিফিন শিমুল প্রমুখ এবং কবিতা আবৃত্তি করেন স্থানীয় কবি লিয়াকত আলী চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি মো. রোকনুজ্জামান।

আলোচনা সভায় বক্তারা তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানার আহবান জানান এবং মানবতা বিরোধী অপরাধী রাজাকারদের সর্বোচ্চ শাস্তি দাবি জানান।

সভার প্রধান অতিথি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক প্রেক্ষাপটসহ বিশ্লেষণধর্মী বক্তব্য তুলে ধরেন। তিনি একাত্তরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে সকলকে দেশ গড়ার আহবান জানান।

সকাল ১০টায় সিএসই বিভাগে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন গুগলে অনুবাদে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাংলাকে সমৃদ্ধ করার জন্য দেশব্যাপী বাংলা অনুবাদের কার্যক্রমের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে ‘বাংলার জন্য চার লাখ’ কর্মসূচীর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এর আগে রাত ১১.৩০ টায় বিশ্ববিদ্যালয় চত্বরে ২৫ মার্চ কাল রাত্রি স্বরণে মোমবাতি প্রজ্বলন করা হয় এবং রাত ১২.০১ মিনিটে জাতির পিতার মাজারে, সকাল ৮টায় ক্যাম্পাসের শহীদ মিনারে এবং ৮.৩০টায় শহরের শহীদ স্মৃতিস্তম্ভে ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

(এমএইচএম/এএস/মার্চ ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test