E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি

২০১৫ জুলাই ০১ ১৪:৫৮:৪২
ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদেরকে ‘গ্লোবাল সিটিজেন’ হিসেবে প্রস্তুত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক গওহর রিজভী।

ঢাবির প্রশাসনিক ভবনের সামনের মল চত্বরে বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ৯৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

‘উচ্চশিক্ষা ও টেকসই উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে এই প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন করা হয়েছে।

এর আগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ব্যানারসহ শোভাযাত্রা নিয়ে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে এসে সমবেত হন শিক্ষার্থীরা। সোয়া ১০টায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

এরপর বেলুন ও পায়রা উড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক গওহর রিজভী।

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক গওহর রিজভী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সেরা বিশ্ববিদ্যালয় এতে কোনো সন্দেহ নেই। কিন্তু একবিংশ শতাব্দীতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেশের পাশাপাশি গ্লোবাল সোসাইটিতেও নিজেদের অবস্থান করে নিতে হবে।’

তিনি বলেন, ‘এই গ্লোবাল সোসাইটিতে জায়গা করে নিতে হলে অবশ্যই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের গ্লোবাল সিটিজেন প্রতিযোগিতার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। এমন ভাবে তাদের প্রশিক্ষণ দিতে হবে যাতে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যেন তারা প্রতিযোগিতা করতে পারে, সে মনবল থাকতে হবে।’

তিনি বলেন, ‘অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস রয়েছে। শিক্ষা, সংস্কৃতি, কবিতা, গান-বাজনা, রাজনীতিতে সবক্ষেত্রেই অসাধারণ অবদান ছিল এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। মুক্তিযুদ্ধেও তাদের অবদান অসাধারণ ছিল।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘শিক্ষাই আলো, সেই আলোতেই শুধু দেশ নয় বিশ্বের সব অন্ধকার আলোকিত হবে। আমরা এই শিক্ষার মাধ্যমেই এগিয়ে যেতে চাই। আমরা চাই উন্নয়ন টেকসই হোক। আর উন্নয়ন টেকসই হওয়ার জন্য প্রয়োজন মানসম্মত শিক্ষা।’

উদ্বোধনী পর্ব শেষে মল চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রটি বিশ্ববিদ্যালয়ের টিএসসি’তে গিয়ে শেষ হয়।

দিবসটি পালন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট ও হলসমূহ দিনব্যাপী কর্মসূচি আয়োজন করেছে। এর মধ্যে থেকে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ‘দুর্লভ পাণ্ডুলিপি প্রদর্শনী’ চলবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে।

সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বায়োমেডিকেল ফিজিক্স এ্যান্ড টেকনোলজি বিভাগের উদ্ভাবিত চিকিৎসা প্রযুক্তির যন্ত্রপাতি বা গবেষণার প্রদর্শনী শুরু হয়েছে কার্জন হল ভবনের দক্ষিণ-পূর্ব বারান্দায়।

সকাল ১১টা থেকে চারুকলা অনুষদে শুরু হয়েছে শিশু চিত্রাঙ্কণ প্রতিযোগিতা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত চারুকলা অনুষদ গ্যালারিতে চলবে শিক্ষার্থীদের সৃজনশীল শিল্পকর্মের প্রদর্শনী।

(ওএস/এএস/জুলাই ০১, ২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test