E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাকৃবিতে সংঘর্ষ : শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

২০১৫ জুলাই ০৮ ১২:০৪:২৩
বাকৃবিতে সংঘর্ষ : শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

ময়মনসিংহ প্রতিনিধি : ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় বুধবার সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এর আগে, মঙ্গলবার রাত ১১টার দিকে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও জেলা ছাত্রলীগ সভাপতি জসীম উদ্দিন গ্রুপের মধ্যে সশস্ত্র ধাওয়া-পাল্টাধাওয়া, গুলি বিনিময়, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এই ঘটনায় গুরতর আহত হয়েছেন বাকৃবি শাখা ছাত্রলীগ সেক্রেটারী সাইফুল ইসলামসহ চার জন।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, বাকৃবি শাখা ছাত্রলীগের সঙ্গে জেলা ছাত্রলীগ সভাপতি জসীম উদ্দিন গ্রুপের নেতাকর্মীদের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। মঙ্গলবার সন্ধ্যায় কেওয়াটখালী এলাকায় বাকৃবি শাখা ছাত্রলীগ সভাপতি মোর্শেদুজ্জামান বাবুর মোটর বাইক পুড়িয়ে দিলে দু’গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

পরে বাকৃবি শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা রাত সাড়ে ১১টার দিকে ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিনের বাসায় সশস্ত্র হামলা ও ভাংচুর করে। এসময় দুগ্রুপের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া, গুলি বিনিময়, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা বাকৃবি শাখা ছাত্রলীগ সেক্রেটারী সাইফুল ইসলামসহ চার জনকে আহতবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ওসি কামরুল ইসলাম আরো জানান, এঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(ওএস/এএস/জুলাই ০৮, ২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test