E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৫ দফা দাবিতে ইবি কর্মকর্তাদের মানববন্ধন

২০১৫ সেপ্টেম্বর ০৭ ১৯:০১:১৯
৫ দফা দাবিতে ইবি কর্মকর্তাদের মানববন্ধন

ইবি প্রতিনিধি : পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের চাকরির বয়সসীমা ৬৫ বছর করাসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তারা।
 

সোমবার বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির আয়োজনে এ মানবন্ধন কর্মসূচি পালিত হয়।

সমিতির সভাপতি মো. সোহেলের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে পাঁচ দফা দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মকর্তাদের দাবিগুলো হলো- কর্মকর্তাদের চাকরির বয়সসীমা বৃদ্ধি করে ৬৫ বছর করা, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অভিন্ন বেতন কাঠামো বাস্তবায়ন করা, সহকারী রেজিস্ট্রার/সমমান ও ডেপুটি রেজিস্ট্রার/সমমান পদের বেতন স্কেল বৈষম্য দূর করা, সিন্ডিকেট-সিনেটে কর্মকর্তাদের অন্তর্ভুক্তি ও অতিরিক্ত রেজিস্ট্রার/সমমান পদ সৃষ্টি করা।

ডেপুটি রেজিস্ট্রার পিন্টুলাল দত্তের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মো. সোহেল, সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মকর্তা ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আহসানুল হক হাসান ও পরিবহন অফিসের উপ-রেজিস্ট্রার হারুন-অর-রশীদ।

বক্তারা সরকার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি তাদের দাবি দ্রুত বাস্তবায়ন করার দাবি জানান। তা না হলে আগামী ১২ সেপ্টেম্বর থেকে তারা কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তারা।

(ওএস/এএস/সেপ্টেম্বর ০৭, ২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test