E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাবির পরিবহনে ঢাবি ছাত্রদের হামলা, আহত ৫

২০১৫ অক্টোবর ১০ ১৩:৪৮:৩৭
জাবির পরিবহনে ঢাবি ছাত্রদের হামলা, আহত ৫

ঢাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ সময় জাবির তিন শিক্ষার্থীসহ পাঁচজন আহত হয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান ও জহুরুল হক হলের মধ্যবর্তী সড়কে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

বাসে অবস্থানকারী জাবির সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী খান মোহাম্মদ ইলিয়াছ জানান, জ্যামের কারণে জাবির শিক্ষার্থীদের বাসটি শাহবাগ দিয়ে না গিয়ে ঢাবির টিএসসি হয়ে কাঁটাবন দিয়ে সাইন্সল্যাবে যাওয়ার চেষ্টা করে।

পথিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান ও জহুরুল হক হলের মধ্যবর্তী সড়কে কোনো কারণ ছাড়াই ঢাবির ১৫ থেকে ২০ শিক্ষার্থী বাসে অতর্কিত হামলা চালায়। এতে জাবির নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৩৯তম ব্যাচের জিয়াসহ ৩ শিক্ষার্থী ও বাসের চালক শামিম এবং হেলপার আহত হন। এ সময় তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করে বলেও জানান তিনি।

বাসের চালক শামিম জানান, জ্যামের কারণে শিক্ষার্থীদের অনুরোধে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ঢাবির শিক্ষার্থীরা তাদের কিল ঘুষি ও লাথি মেরে চলে যায়। এ সময় তারা গাড়িও ভাঙচুর করে।

এ বিষয়ে ঢাবি প্রক্টর ড. আমজাদ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এটা খুবই দুঃখজনক ঘটনা। আমরা এ বিষয়ে অতি শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করব।’

এদিকে জাবি প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, ‘হামলার ঘটনা শুনেছি। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে ঢাবি প্রক্টরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি শীঘ্রই এর ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।’

(ওএস/এলপিবি/অক্টোবর ১০, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test