E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাবির ডি ইউনিটের ফল প্রকাশ

২০১৫ অক্টোবর ২৭ ১৪:৩০:০১
জাবির ডি ইউনিটের ফল প্রকাশ

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি)  ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘ডি’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সোমবার রাত ২টার দিকে প্রাথমিকভাবে উত্তীর্ণদের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এমসিকিউ পরীক্ষা সম্পন্ন হওয়ার মাত্র আট ঘণ্টার চেয়ে একটু বেশি সময়ের মধ্যে এ ফল প্রকাশ করা হল।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, জীববিজ্ঞান অনুষদের (ডি ইউনিট) ছেলেদের জন্য নির্ধারিত ২১২টি আসনের বিপরীতে ২ হাজার ১৪৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। অন্যদিকে, মেয়েদের জন্য নির্ধারিত ১৫৩টি আসনের বিপরীতে ১ হাজার ৫৬৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.juniv.edu/admissionresults এ পাওয়া যাবে। এছাড়া মোবাইলের ম্যাসেজ এর মাধ্যমেও ভর্তি পরীক্ষার ফল জানা যাবে। সেক্ষেত্রে মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে JURRoll লিখে ৯৯৩৩ নাম্বারে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

এর আগে সোমবার সকাল নয়টা থেকে বিকেল ৫টা বিশ মিনিট পর্যন্ত মোট ছয়টি শিফটে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর জীববিজ্ঞান অনুষদে ভর্তি পরীক্ষায় মোট ৩৬৫টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৪১ হাজার ৯১ জন পরীক্ষার্থী।

(ওএস/এএস/অক্টোবর ২৭, ২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test