E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরা মেডিকেল কলেজে শিক্ষার্থীদের ধর্মঘট

২০১৫ অক্টোবর ৩১ ১৫:১৩:১৩
সাতক্ষীরা মেডিকেল কলেজে শিক্ষার্থীদের ধর্মঘট

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা মেডিকেল কলেজে ২৫০ শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ হাসপাতাল চালুর দাবিতে শিক্ষার্থীরা ধর্মঘটের ডাক দিয়েছে। দাবি আদায়ে তারা শনিবার সকাল ১০টা থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন, অধ্যক্ষসহ সকল কক্ষে তালা ঝুলিয়ে কলেজের সামনে দীর্ঘক্ষণ অবস্থান কর্মসূচি পালন করেছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জানায়, দীর্ঘ প্রতীক্ষার পরও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গ রূপে চালু হয়নি। ৩০ শয্যা নিয়ে শুধুমাত্র মেডিসিন ওয়ার্ড চালু করা হয়েছে। যা শিক্ষার্থীদের ক্লিনিকেল কার্যক্রমের জন্য যথেষ্ট নয়। কিন্তু চূড়ান্ত পেশাগত পরীক্ষার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালু হওয়া বাধ্যতামূলক। ক্লিনিক্যাল কার্যক্রমে এক্সপার্ট না হলে আমরা ডাক্তারি করবো কিভাবে।

আমাদের বার বার আশ্বস্ত করা হলেও একের পর এক বছর পেরিয়ে যাচ্ছে। কিন্তু ২৫০ শয্যা হাসপাতাল চালুর ব্যাপারে কোন পদক্ষেপ চোখে পড়ছে না। তাই বাধ্য হয়ে আন্দোলনে নামতে হয়েছে। তারা শনিবার থেকে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালু না হওয়া পর্যন্ত ক্লাস, আইটেম, কার্ড, টার্ম ও ওয়ার্ডসহ সকল কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে অধ্যক্ষকেও লিখিতভাবে জানানো হয়েছে।

এ ব্যাপারে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. হাবিবুর রহমান জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়টি ইতোমধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত ৪ এপ্রিল স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সাতক্ষীরা মেডিকেল কলেজের ২৫০ শয্যা হাসপাতাল উদ্বোধন করেন। এর প্রায় ছয় মাস পেরিয়ে গেলেও চালু হয়নি ২৫০ শয্যা হাসপাতাল।

(আরকে/এএস/অক্টোবর ৩১, ২০১৫)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test