E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশাল ভার্সিটির প্রতি আসনের বিপরীতে লড়বেন ২২ শিক্ষার্থী

২০১৫ নভেম্বর ০৩ ১৭:১৫:৩২
বরিশাল ভার্সিটির প্রতি আসনের বিপরীতে লড়বেন ২২ শিক্ষার্থী

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ২০১৫-১৬ শিক্ষাবর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৭ ও ২৮ নভেম্বর। এবারের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ২২ জন পরীক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফয়সাল মাহামুদ রুমী জানান, ২৭ নভেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘খ’ ইউনিট, বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘গ’ ইউনিট। ২৮ নভেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘ঘ’ ইউনিট ও বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, এবছর ৬টি অনুষদের অধীন ১৮টি বিভাগে মোট ১৩’শ আসনের জন্য আবেদন করেছেন ২৭ হাজার ৫৬৩ জন শিক্ষার্থী।

গত ৩১ অক্টোবর রাত ১২টায় আবেদনের সময়সীমা শেষ হয়েছে। এতে ‘ক’ ইউনিটে ৫০৫ আসনের বিপরীতে আবেদন করেছেন ৭ হাজার ৩২৩ জন, ‘খ’ ইউনিটে ৩২০ আসনের বিপরীতে ৫ হাজার ২৫৫ জন, ‘গ’ ইউনিটে ২৪০ আসনের বিপরীতে ৬ হাজার ৫৪৩ জন এবং ‘ঘ’ ইউনিটে ২৩৫ আসনের বিপরীতে ৮ হাজার ৪৪২টি আবেদনপত্র জমা পড়েছে। গড় অনুযায়ী প্রতি আসনের বিপরীতে ২২জন শিক্ষার্থী আবেদন করেছেন।

(টিবি/এএস/নভেম্বর ০৩, ২০১৫)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test