E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শুক্রবার ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা

২০১৫ নভেম্বর ০৫ ১৫:১১:৩১
শুক্রবার ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা

স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। প্রতি আসনে লড়বেন ৬২ জন ভর্তিচ্ছু।

এদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৫২টি ও ক্যাম্পাসের বাইরে ৩৫টি কেন্দ্রসহ মোট ৮৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়েছে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে ‘ঘ’ ইউনিটের admission.eis.du.ac.bd আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা নিজ নিউ অ্যাকাউন্টে লগইন করে নিজের আসন সম্পর্কে দিক নির্দেশনা পাবেন।

এ বছর এক হাজার ৪শ ৬৫টি আসনের জন্য আবেদনকারীর সংখ্যা ৯০ হাজার ১শ ৩০জন।

পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এ জাতীয় কোনো ইলেক্ট্রনিক ডিভাইস প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

পরীক্ষা চলাকালীন মোবাইল কোর্ট দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

(ওএস/এএস/নভেম্বর ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test