E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শুক্রবার জবির ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা

২০১৫ নভেম্বর ১১ ১৮:২৪:৫১
শুক্রবার জবির ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ সম্মান শ্রেণির ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে।

এদিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত জবি ক্যাম্পাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার ‘ই’ ইউনিটে ১০০টি আসনের (ড্রামা অ্যান্ড মিউজিক-৬০ ও ফাইন আর্টস- ৪০) বিপরীতে ২ হাজার ১২৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন।

এ হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রায় ২১ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।

পরীক্ষার আসন বিন্যাস: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনে ১৬০০০০১ থেকে ১৬০০৫৯০ পর্যন্ত ও ২৬০০০০১ থেকে ২৬০০২১০ পর্যন্ত, কলা ভবনে ২৬০০২১১ থেকে ২৬০১৩৬০ পর্যন্ত এবং নতুন ভবনে ২৬০১৩৬১ থেকে ২৬০১৫৩৪ পর্যন্ত রোল নম্বরধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার হলে ভর্তিচ্ছুরা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস (যেমন-ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইল ইত্যাদি) সঙ্গে আনতে পারবে না। পরীক্ষার্থীদের হাফ হাতার জামা ও স্যান্ডেল (জুতা ও মোজা ব্যতীত) পরিধান করে পরীক্ষা কেন্দ্রে আসার পরামর্শ দেওয়া হয়েছে।


তবে ধর্মীয় অনুশাসন মেনে যারা পোশাক পরিধান করবেন তাদের জন্য পোশাকের শর্ত শিথিলযোগ্য। পরীক্ষার্থীকে প্রিন্ট করা প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। পরীক্ষার আসনবিন্যাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইট www.jnu.ac.bd থেকে জানা যাবে বলেও ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

(ওএস/এএস/নভেম্বর ১১, ২০১৫)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test