E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনে লড়বে ২১ শিক্ষার্থী

২০১৫ নভেম্বর ১৬ ১৫:৩৬:১৪
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনে লড়বে ২১ শিক্ষার্থী

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য ৩০ হাজার ১৯০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এবারে ৭টি ইউনিটের অধীনে ২০ বিভাগে এক হাজার ৪৩০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য এ ইউনিটে ১৪০ আসনের জন্য ৫ হাজার ৫১৬জন, বি ইউনিটে ১৯০ আসনের জন্য ২ হাজার ৮৩৫ জন, সি ইউনিটে ২৬০ আসনের জন্য ৭ হাজার ৭২৪ জন, ডি ইউনিটে ১৬০ আসনের জন্য ২ হাজার ৭৪৯ জন, ই ইউনিটে ৩৪০ আসনের জন্য ৬ হাজার ৩২৬ জন, এফ ইউনিটে ২৪০ আসনের জন্য ৪ হাজার ৮২৭ জন এবং জি ইউনিটে ১০০ আসনের জন্য ৩ হাজার ২৫৬ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছেন।

ফলে এবছরের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের জন্য ২১ জন শিক্ষীার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা ২ ডিসেম্বর, সি ও ডি ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ ডিসেম্বর এবং ই, এফ ও জি ভর্তি পরীক্ষা ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা ১ অক্টোবর রাত ১২টা ০১ মিনিট থেকে ১৫ নভেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে ইউনিটসমূহে ভর্তির আবেদন করেন।

এ ইউনিটের বিভাগ হলো কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং ফলিত পদার্থবিজ্ঞান, ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, বি ইউনিটের বিভাগ হলো গণিত, এ্যানালাইটিক্যাল এন্ড এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি এবং পরিসংখ্যান, সি ইউনিটের বিভাগ হলো ফার্মেসি, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি এবং কৃষি, ডি ইউনিটের বিভাগ হলো ইংরেজি ও বাংলা, ই ইউনিটের বিভাগসমূহ হলো সমাজবিজ্ঞান, অর্থনীতি, লোক প্রশাসন ও আন্তর্জাতিক সম্পর্ক, এফ ইউনিটের অধীনে বিভাগ হলো ম্যানেজমেন্ট স্টাডিজ, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস ও মার্কেটিং এবং জি ইউনিটের অধীনে বিভাগ হলো আইন।

এছাড়া ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.bsmrstu.edu.bd তে জানা যাবে।

(এমএইচএম/এএস/নভেম্বর ১৬, ২০১৫)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test