E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাবিতেও থাকছে না  দ্বিতীয়বার ভর্তির সুযোগ

২০১৫ ডিসেম্বর ১৯ ২০:৫৪:৩৪
রাবিতেও থাকছে না  দ্বিতীয়বার ভর্তির সুযোগ

রাবি প্রতিনিধি :এতদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এইচএসসি পাশের পর দুই বছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকলেও ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে এ সুযোগ আর থাকছে না। আগামী বছর থেকে একবারই ভর্তি পরীক্ষায় বসতে পারবে শিক্ষার্থীরা।

শনিবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয় সিনেটে ভবনে অনুষ্ঠিত শিক্ষা পরিষদের ২৩৯ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার প্রফেসর ড. এন্তাজুল হক।

শিক্ষা পরিষদ সূত্রে জানা গেছে, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার ফলে প্রতিবছর অধিকংশ বিভাগের বেশকিছু আসান ফাঁকা হয়ে যায়, যার ফলে মেধানুসারে পিছনে থাকা শিক্ষার্থীরা বঞ্চিত হয়। এছাড়া দ্বিতীয় পরীক্ষার সুযোগ থাকায় জালিয়াতির চক্র অসাধুপায় অবলম্ভনের এই সুযোগ গ্রহণ করে। এই সব বিষয় বিবেচনা করে বিশ্ববিদ্যালয় শিক্ষা পরিষদে এই সিদ্ধান্ত গ্রহন করেছে।


(আইএইচএস/এস/ডিসেম্বর১৯,২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test