E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাকৃবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

২০১৬ ফেব্রুয়ারি ০২ ১৮:৩৯:৫২
বাকৃবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাকৃবি প্রতিনিধি : ছাত্রত্ব শেষ হওয়ার পরও হলে অবস্থান করায় ব্যবস্থা নেওয়ায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আবাসিক ফজলুল হক হলের প্রভোস্ট কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে উক্ত হলের স্নাতকোত্তর শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা দেড়টার দিকে ওই হলের প্রভোস্ট কার্যালয়ের সামনে শিক্ষার্থীরা ওই বিক্ষোভ করে।

জানা যায়, সিট সংকট থাকায় যারা পড়ালেখা শেষ করার পরও অবৈধভাবে অবস্থান করেছে এমন ৩৫জন স্নাতকোত্তর শিক্ষার্থীকে ৩১জানুয়ারি বিকাল পাঁচটার মধ্যে সকল জিনিসপত্রসহ হল ত্যাগের নির্দেশ দেয় হল প্রশাসন। নির্দিষ্ট সময় পার হওয়ার পর হল প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে ওই শিক্ষার্থীরা জড়ো হয়ে হলের মেইন গেটে তালা ঝুলিয়ে প্রভোস্ট কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। পরে সহকারী প্রক্টর ও হল প্রশাসন হলের সিনিয়র শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসে বিষয়টি সমাধানের চেষ্টা করে।

হলের প্রভোস্ট অধ্যাপক কার্ত্তিক চন্দ্র সাহা বলেন, স্নাতকোত্তর শিক্ষার্থীরা তাদের পড়ালেখা শেষ হওয়ার পরেও হলে অবস্থান করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। বিষয়টি সমঝোতা হয়েছে যদি এপ্রিলের মধ্যে সিট সংকট নিরসন না হয় তবে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

(এসএস/এএস/ফেব্রুয়ারি ০২, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test