E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাবি ছাত্রলীগ সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা

২০১৬ ফেব্রুয়ারি ০৩ ২১:২৯:৩০
রাবি ছাত্রলীগ সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা

রাবি প্রতিনিধি :রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের নব-নির্বাচিত (ভারপ্রাপ্ত) সভাপতি রাশেদুল ইসলাম রঞ্জু ও সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হল শাখা ছাত্রলীগ । বুধবার রাত ৮ টার দিকে হলের টিভি রুমে এ শুভেচ্ছা জানানো হয়।

মাদার বখ্শ হল শাখা ছাত্রলীগের সভাপতি মানিক সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসদ রানার পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, রাবি ছাত্রলীগ সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু, সহ-সভাপতি সরকার ফারহানা আক্তার, সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব, উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক রুবেল প্রমূখ ।

এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, ‘ছাত্রলীগ সবসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী। বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নের যে স্বপ্ন ছিল সে লক্ষ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এগিয়ে যাচ্ছে। কিন্তু এ বাংলাকে যেন সামনের দিকে ধাবিত করা না যায় সে জন্য জঙ্গিবাদী সংগঠনরা একের পর এক নানা চক্রান্ত করে যাচ্ছে। তবে তারা যতই ষড়যন্ত্র করে যাক আমরা আমাদের স্বাধীনতার পথেই পরিচালিত হব’।

তিনি নেতাকর্মীদের দিকে লক্ষ্য করে বলেন, ‘ছাত্রলীগের প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আপনাদের অংশগ্রহণে ছাত্রলীগ সকল বাধা অতিক্রম করতে সক্ষম। তবে আগে ছাত্র, পরে লীগ । তাই আগে নিজেকে গড়ে সাধারণ ছাত্রদের স্বার্থে কাজ করতে হবে।’
তিনি আরো বলেন, ‘হলের ডাইনিং-ক্যান্টিন ও আশপাশের দোকানগুলোতে ছাত্রলীগ পরিচয়ে কেউ বাকি খেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। খাবারের মান ভালো করার জন্য আমরা কথা বলবো। অন্য হলের কেউ এ হলে থাকতে পারবে না। ’

এসময় মাদার বখ্শ হলকে সর্বপ্রথম ডিজিটাল করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সাদ্দাম, উপ-আইন বিষয়ক সম্পাদক সোহাগ, লতিফ হলের সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান, মাদার বখ্শ হলের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া, ছাত্রলীগ নেতা সাকিবুল হাসান বাকি, শেখ নাঈম ও রাজ্জাক প্রমূখ ।

(আইএইচএস/এস/ফেব্রুয়ারি ০৩,২০১৬)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test