E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুবি’র বাসে হামলা : বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

২০১৬ ফেব্রুয়ারি ১৫ ১৪:৪৭:১৭
কুবি’র বাসে হামলা : বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাসে হামলা এবং এ ঘটনায় প্রশাসনের ‘নির্বাক’ ভূমিকার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

সোমবার সকাল ৯টায় ক্যাম্পাসের কাঁঠালতলায় জড়ো হন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা দফায়-দফায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এরপর বেলা পৌনে ১১টার দিকে মহাসড়কের নন্দনপুর বিশ্বরোডে অবস্থান নেন কয়েকশ শিক্ষার্থী।

এতে মহাসড়কের উভয়পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে, সড়ক অবরোধের পরপরই ঘটনাস্থলে অবস্থান নিয়েছে পুলিশ। তারা শিক্ষার্থীদের থেকে কিছুটা দূরে অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, কুমিল্লা শহরে বিশ্ববিদ্যালয়ের বাসে সন্ত্রাসী হামলা ও ছাত্রীদের নির্যাতন করা হয়েছে। ছাত্রী নির্যাতনকারী ও সন্ত্রাসী হামলাকারীদের বিরুদ্ধে প্রশাসন কোনো প্রকার ব্যবস্থা নেয়নি। ওই হামলায় আক্তারুজ্জামান নামে এক শিক্ষার্থীর তিনটি রগ কেটে যায়। এছাড়াও ২৫ জন আহত হন। রোববার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কুমিল্লা নগরীর পুলিশ লাইন অভিমুখে শিক্ষার্থী বহনকারী একটি বাস যাচ্ছিল।

নগরীর ঝাউতলায় সরস্বতী পূজা উপলক্ষে একটি র‌্যালি যাচ্ছিল। এ সময় র‌্যালি থেকে কিছু ছেলে বাসে অবস্থানরত ছাত্রীদের লক্ষ্য করে রং ছুড়লে ছাত্ররা প্রতিবাদ করেন। পরপরই র‌্যালি থেকে অর্ধশতাধিক লোক এসে বাসে অবস্থানরত শিক্ষার্থীদের উপর হামলা করে। তারা শিক্ষার্থীদের বেধড়ক মারধর করে। ধারালো অস্ত্রের কোপে লোকপ্রশাসন বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী আক্তারুজ্জামানের ডান হাতের কব্জির তিনটি রগ কেটে যায়। তিনি এখন কুমিল্লা মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন।

অবরোধের পরিস্থিতি সম্পর্কে কোটবাড়ী থানার পরিদর্শক মাহমুদুর রহমান জানান, পুলিশ আন্দোলরত শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ১৫, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test