E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিসিএসে মৎস্যবিজ্ঞান ও  প্রাণিবিদ্যা একত্রে করায়  বাকৃবিতে মানববন্ধন

২০১৬ মার্চ ০৬ ১৭:০০:৪০
বিসিএসে মৎস্যবিজ্ঞান ও  প্রাণিবিদ্যা একত্রে করায়  বাকৃবিতে মানববন্ধন

বাকৃবি প্রতিনিধি :৩৭তম বিসিএস (মৎস্য) ক্যাডারে উপসহকারী পরিচালক পদে মৎস্যবিজ্ঞানের সাথে প্রাণিবিদ্যা সংযুক্তি করায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মানববন্ধন করেছে মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা। রবিবার সকাল সাড়ে ১১ টায় শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে তারা ওই মানববন্ধনের আয়োজন করে।

জানা যায়, রবিবার সকাল ১১ টায় মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা ছাত্র-শিক্ষক কেন্দ্রে সমাবেত হয়। পরে সাড়ে ১১ টায় তারা বিশ্ববিদ্যালয় শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়নের সামনে মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলাদেশ এখন মাছ উৎপাদনের বিশ্বে ৫ম অবস্থানে। আর এর একমাত্র দাবিদার মৎস্যবিদরা। অথচ তাদের মানক্ষুন্ন করে মৎস্য বিষয়ে যাদের সামান্য ধারণা নেয় তাদের সংযুক্ত করা হয়েছে। আমরা মৎস্যবিদরা এ সিদ্ধান্তকে মৎস্য খাতকে ধ্বংসের গভীর ষড়যন্ত্র বলে মনে করি। অনতিবিলম্বে মৎস্য ক্যাডারের উপসহকারী পরিচালক পদ থেকে প্রাণিবিদ্যা বাদ না দিলে বিশ্ববিদ্যালয়য়ের মৎস্যবিদরা কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এদিকে শিক্ষার্থীদের মানববন্ধনের প্রতি একত্বতা প্রকাশ করে মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুভাষ চন্দ্র চক্রবর্তী বলেন, ৩৭তম বিসিএস ( মৎস্য) এ ক্যাডারে প্রাণিবিদ্যা অন্তর্ভূক্ত করা অত্যন্ত দুঃখজনক। কারিগরি ক্যাডারে লোকবল নিয়োগে শুধু ওই সেক্টরের শিক্ষার্থীদেরই প্রাধান্য দেয়া উচিত। আমরা শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক মনে করি এবং তাদের সাথে একত্ত্বতা প্রকাশ করছি।

উল্লেখ্য, ২৯ ফেব্রুয়ারি ৩৭ তম বিসিএসের প্রজ্ঞাপনে মৎস্য ক্যাডারের উপসহকারী পরিচালক পদে ৬৪ টি পদে নিয়োগ দেয়া কথা উল্লেখ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। তবে ওই কারিগরি পদটিতে প্রথমবারের মত মৎস্যবিজ্ঞান অনুষদের গ্র্যাজুয়েটদের পাশাপাশি প্রাণিবিদ্যার গ্র্যাজুয়েটদের অন্তর্ভুক্ত করা হয়েছে।


(এমএসএস/এস/ফেব্রুয়ারি০৬,২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test