E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাকৃবিতে সীড হেলথ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ

২০১৬ মার্চ ২২ ১৮:৩৬:৪৪
বাকৃবিতে সীড হেলথ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ

বাকৃবি প্রতিনিধি : ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) অর্থায়নে ও মানসম্পন্ন বীজ সরবরাহ বৃদ্ধিকরণ প্রকল্পের অধীনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সীড প্যাথলজি সেন্টারে তিন দিনব্যাপী সীড হেলথ শীর্ষক কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
 

জানা যায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় সীড প্যাথলজি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. রসিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, কৃষি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কৃষি অর্থনীতিবিদ নেছার উদ্দিন আহম্মেদ, বাকৃবির পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. শংকর কুমার রাহা, প্রক্টর অধ্যাপক ড. এ.কে.এম জাকির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রশিক্ষণার্থী, প্রশিক্ষক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানসস্মত বীজ সরবরাহ ও ফলন বৃদ্ধিতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে । প্রশিক্ষণলব্ধ জ্ঞান প্রান্তিক কৃষক পর্যায়ে পৌঁছে দিতে পারলে মানসম্মত বীজ আমদানি করতে হবে না।

উল্লেখ্য, গত ২০ তারিখ থেকে শুরু হওয়া প্রশিক্ষণে মোট ২৫জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।

(এসএস/এএস/মার্চ ২২, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test