E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চবি’র প্রথম নারী উপ-উপাচার্য ড. শিরীন আখতার

২০১৬ মার্চ ২৮ ১৮:২৫:১৫
চবি’র প্রথম নারী উপ-উপাচার্য ড. শিরীন আখতার

চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথম নারী উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির বাংলা বিভাগের অধ্যাপক ড. শিরীন আখতার। ১৯৬৬ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পর এবারই প্রথম নারী উপ-উপাচার্য হিসেবে তিনি নিয়োগ পেলেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে সোমবার দুপুরে নিয়োগ সংক্রান্ত একটি ফ্যাক্স বার্তা চবিতে আসে।

বিশ্ববিদ্যালয়ের অষ্টম উপ-উপাচার্য হিসেবে সোমবার থেকে আগামী চার বছর জন্য দায়িত্ব পালন করবেন শিরিন আখতার।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. কামরুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

নবনিযুক্ত উপ-উপাচার্য শিরীন আখতার বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করব। ছাত্র-শিক্ষক কল্যাণে কাজ করে যাব। বিশ্ববিদ্যালয় থেকে সেশন জট দূর করাই হবে প্রধান লক্ষ্য।

(ওএস/এএস/মার্চ ২৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test