E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাকৃবিতে উদ্ভিদ রোগতত্ব বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন

২০১৬ এপ্রিল ১৭ ২০:১৭:৩২
বাকৃবিতে উদ্ভিদ রোগতত্ব বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন

বাকৃবি (ময়মনসিংহ) প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উদ্ভিদ রোগতত্ব বিভাগের অধ্যাপক ড. এ.কিউ.এম. বজলুুর রশীদের রচিত “টিচিং ট্রেনিং অ্যান্ড রিসার্চ কন্ট্রিবিউশন ইন সিড প্যাথোলজি অ্যান্ড ডিসটেন্স এডুকেশন ইন অ্যগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট” বইটির মোড়ক উন্মোচন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।

রবিবার দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কনফারেন্স হলে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. আফজাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক ও পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী।

বই সম্পর্কে অধ্যাপক ড. এ.কিউ.এম. বজলুুর রশীদ বলেন, বইটিতে দেশীয় ফসলের বীজবাহিত রোগজীবাণু গুলো সম্পর্কে বিশদ বর্ণনা রয়েছে। এছাড়াও বইটিতে দূর শিক্ষণ পদ্ধতি সম্পর্কেও আলোচনা করা হয়েছে। বইটি থেকে শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকসহ এ দেশের কৃষকরাও উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

(এমএসএস/এএস/এপ্রিল ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test