E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাবি শিক্ষক হত্যার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল

২০১৬ এপ্রিল ২৬ ১৬:৪৩:৫৬
রাবি শিক্ষক হত্যার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষক অধ্যাপক এ.এফ.এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে মঙ্গলবার ক্যাম্পাসে মৌন মিছিল অনুষ্ঠিত হয়।

সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের সামনে থেকে মিছিল ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে বিশ্ববিদ্যালয়ের বটমূলে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মোহীত উল আলম, ট্রেজারার প্রফেসর এ.এম.এম.শামসুর রহমান, রেজিস্ট্রার (দায়িত্ব প্রাপ্ত) ফজলুল কাদের চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক তপন কুমার সরকার, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদের সভাপতি আব্দুল হালিম, মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন-ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ ইমদাদুল হুদা, মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান আশরাফুল আলম, সহকারী অধ্যাপক মাসুদ রানা, লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান শাহজাদা আহসান হাবিব, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান বিজয় কুমার কর্মকার, সহকারী অধ্যাপক লিটন কুমার বিশ্বাস, মাসুদ রানা, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড.শাহাব উদ্দিন বাদল,সহকারী অধ্যাপক ফারহানা শাহরিন, শফিকুল ইসলাম, নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মঈন উদ্দিন, উপ-পরিচালক (জনসংযোগ) এস.এম হাফিজুর রহমান প্রমুখ।

(এমএন/এএস/এপ্রিল ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test