E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নজরুল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

২০১৬ এপ্রিল ২৬ ১৭:৪৫:৪৪
নজরুল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম। 

বিশ্বদ্যিালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এর উদ্যোগে আজ মঙ্গলবার বৃক্ষরোপন কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে গাছের উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. মো: মাহবুব হোসেন, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো: ফজলুল কাদের চৌধুরী, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, গণসংযোগ কর্মকর্তা হাফিজুর রহমান সহ শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থী ও কর্মচারীগণ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনী দিনে বিভিন্ন প্রজাতির শতাধিক বৃক্ষরোপন করা হয়। চলতি মৌসুমে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ এবং ঔষধি একহাজার বৃক্ষরোপন করা হবে বলে জানান আয়োজকরা।

(এমএন/এএস/এপ্রিল ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test