E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থীরা

রাবি শিক্ষক হত্যার ষষ্ঠ দিন :তদন্তে নেই অগ্রগতি !

২০১৬ এপ্রিল ২৮ ১৫:৫৭:২৬
রাবি শিক্ষক হত্যার ষষ্ঠ দিন :তদন্তে নেই অগ্রগতি !

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার ষষ্ঠ দিনেও তদন্তে কোন অগ্রগতি না থাকায় বিক্ষুব্ধ হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ।

শিক্ষক হত্যার ষষ্ঠ দিনেও ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা।

শিক্ষক হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে সকাল ৯টা থেকে ইংরেজি বিভাগের শোক র‌্যালির সাথে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ,নৃবিজ্ঞান বিভাগ, নাট্যকলা বিভাগ, আর্ন্তজাতিক সর্ম্পক বিভাগ, বাংলা বিভাগ, ইতিহাস বিভাগ, হিসাববিজ্ঞান পরিবার ও চারুকলা অনুষদের শিক্ষার্থীরা সংহতি প্রকাশ করে সিনেট ভবনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেয়। এরপর সেখান থেকে শহীদুল্লাহ কলা ভবনের সামনে মুকুল প্রতিবাদ ও সংহতি মঞ্চে শিক্ষার্থীরা জড়ো হয়। সেখানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা সংহতি প্রকাশ করে।

শিক্ষক হত্যার তিনদিন পর রাবি শিক্ষক সমিতি ৭ দিনের আল্টিমেটাম কর্মসূচি দিলেও তা তুলে নিয়ে নতুন কর্মসূচি দিয়েছে তারা। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সিনেট ভবনের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে রাবি শিক্ষক সমিতি। এদিকে শিক্ষক সমিতির ভূমিকা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ-ক্ষোভ দেখা দিয়েছে।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে রাবি শিক্ষক সমিতির সভাপতি ও ইংরেজি বিভাগের শিক্ষক ড. মো. শহীদুল্লাহ বলেন, ‘আমরা একটি আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করেছিলাম। কিন্তু রেজাউল করিম হত্যায় যখন ক্যাম্পাসের শিক্ষার্থীসহ পুরো দেশ উত্তাল। সেখানে আমরা ঘুমিয়ে থাকতে পারিনা। তাই জরুরি সভা ডেকে আন্দোলনে নেমেছি এবং প্রতিদিনই বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অবস্থান ধর্মঘট ও মানববন্ধন করবো, যতদিন না খুনিদের শাস্তি হয়।

গত ২৩ এপ্রিল রাবি ইংরেজি বিভাগের শিক্ষকড.এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে বাড়ি থেকে ৫০গজ দূরে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তারপর থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিচারের দাবিতে আন্দোলন করে আসছে।


(আইএইচএস/এস/এপ্রিল২৮,২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test