E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাবি শিক্ষকদের মহা সমাবেশ অনুষ্ঠিত

২০১৬ মে ০৩ ১৭:১০:০৭
রাবি শিক্ষকদের মহা সমাবেশ অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মহা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মহাসমাবেশ শুরু হয়ে দুপুর আড়াইটার দিকে শেষ হয় ।

শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. শহীদুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রফেসর শাহ আজম সান্তুনুর পরিচালনায় মহাসমাবেশে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহামেদ, মহাসচিব প্রফেসর ড. মাকসুদ কামাল, রাজশাহী-৩ আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা এমপি, বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মুহাম্মদ মিজানউদ্দিন, প্রো-ভিসি প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর মোকাদ্দেম হোসেন, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, রাবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর আনন্দ কুমার সাহা, সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর রেজাউল করিম বাদল, রেজাউল করিম সিদ্দিকীর সহধর্মীনী ও কন্যাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এছাড়া সমাবেশে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।

এদিকে হত্যাকান্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে সমাবেশে যোগ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নৃবিজ্ঞান বিভাগ, মার্কেটিং বিভাগ, আরবী বিভাগ, আন্তর্জাতিক বিভাগ, ভূ-তত্ত্ব ও ক্ষণিবিদ্যা বিভাগ, ইসলামিক স্টাডিস বিভাগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়া রাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু ও সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবের নেতৃত্বে টুকিটাকি চত্বর থেকে একটি মিছিল বের করে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে তারা মহাসমাবেশে অংশগ্রহন করে।

(ইএইচএস/এএস/মে ০৩, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test