E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইবিতে ভিসি ও প্রো-ভিসি গ্রুপের সংঘর্ষ, আহত ৫

২০১৬ মে ০৪ ১৫:১১:৪৩
ইবিতে ভিসি ও প্রো-ভিসি গ্রুপের সংঘর্ষ, আহত ৫

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি সমর্থক কর্মকর্তাদের ওপর প্রো-ভিসি গ্রুপের কর্মকর্তাদের হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে ভিসিপন্থী বঙ্গবন্ধু পরিষদের পাঁচজন কর্মকর্তা আহত হয়েছেন। বুধবার উভয় গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

বিশ্ববিদ্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকারের অপসারণের দাবিতে উপ-উপাচার্য সমর্থকরা মানববন্ধন কর্মসূচির ডাক দেয়। এ ঘটনায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমানের অপসারণের দাবি করে পাল্টা মানববন্ধন কর্মসূচির ডাক দেয় উপাচার্য সমর্থক শিক্ষক-কর্মকর্তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উপাচার্য ও উপ-উপাচার্য সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সকাল থেকেই উপ-উপাচার্য সমর্থক শিক্ষক-কর্মকর্তা ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরের পাশে অবস্থান নেয়। এ সময় উপাচার্য সমর্থক ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের দলীয় টেন্টে অবস্থান নেয়। সকাল সাড়ে ১০টার দিকে উপাচার্য সমর্থক কর্মকর্তা মোর্শেদ খান বেশ কয়েকজন কর্মকর্তা মানববন্ধনে যোগদানের জন্য প্রশাসন ভবন থেকে বের হলে উপ-উপাচার্য কর্মকর্তা আলমগীর হোসেন খান, উপ-উপাচার্যের ব্যক্তিগত সহকারী আ. হান্নান, আসাদুজ্জামান মাখনসহ বেশ কয়েকজন কর্মকর্তা ও ছাত্রলীগকর্মী তাদেরকে ধাওয়া করে। এ সময় উপ-উপাচার্য সমর্থক কর্মকর্তাদের আঘাতে উপাচার্য গ্রুপের কর্মকর্তা মোর্শেদ খান, এস্টেট শাখার হারুন উর রশিদ, উপাচার্যের পিএস মনিরুল ইসলাম, রেজিস্ট্রারের পিএস আনোয়ার হোসেনসহ পাঁচজন আহত হন। আহতদের মধ্যে মোর্শেদের অবস্থা গুরুতর।

মোর্শেদ খান বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের একাংশের সাংগঠনিক সম্পাদক। এছাড়া মনিরুল ইসলাম ও হারুন অর রশিদ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। আহতদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় ভিসিপন্থী শাপলা ফোরামের সভাপতি ড. মাহবুবুল আরফিন বলেন, ন্যাক্কারজনকভাবে বর্তমান প্রো-ভিসির ইন্ধনে আমাদের কর্মকর্তাদের উপর হামলা করেছে। এর তীব্র নিন্দা জানাচ্ছি। এছাড়া বর্তমান প্রো-ভিসি পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা ক্ষান্ত হব না।

প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, উভয় গ্রুপের মধ্যে একটু মতবিরোধ হয়েছে তাই সবাই যাতে নির্বিঘ্নে মত প্রকাশের স্বাধীনতা পায় সেজন্য প্রক্টরিয়াল বডি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

(ওএস/এএস/মে ০৪, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test