E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ

২০১৬ মে ০৪ ১৭:৫৩:৩৩
নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলঅম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহীত উল আলম বলেছেন ছাত্রলীগ নেতাকর্মীদের মেধার মাধ্যমে নিজেদের গঠন করে দেশের জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশের ছাত্র রাজনীতির গৌরজ্জল ইতিহাস রয়েছে। এ ইতিহাসের ধারক বাহক হিসেবে ছাত্রলীগ নেতাকর্মীদের সকল স্তরে মেধার সমন্বয়ে এগিয়ে যেতে হবে।

তিনি বিকেলে নজরুল বিশ্বদ্যিালয় ছাত্রলীগ শাখা আয়োজিত নবীন বরন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি ছাব্বির আহমেদের সভাপতিত্বে সাধারন সম্পাদক আপেল মাহমুদের পরিচালনা অনুষ্টানে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন।

ভিসি মোহিত উল আলম আরো বলেন দেশরত্ন শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য ছাত্রলীগের প্রতিটা নেতাকর্মীদের যোগ্যতা তৈরী করতে হবে। ছাত্র সংগঠনের মুল লক্ষ হল মেধাবী ছাত্রদের সমন্বয়ে নিজেদের ঘরে তোলা, ছাত্র সমাজের দাবী আদায়ে ভুমিকা রাখা। ভবিষ্যত প্রজন্মের কর্নধার ছাত্রদেরকে এখনি সিদ্বান্ত নিতে হবে সমাজের সর্বোচ্চ স্তরে নিজেদের অধিষ্টিত করার লক্ষ্যে গঠন করা।

উদ্বোধনী বক্তৃতায় ছাত্রলীগ কেন্দ্রীয় সঙসদের সভাপতি সোহাগ বলেন বঙ্গবন্ধু হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটা নেতা কর্মীদের দেশ গড়ার কাজে নিয়োজিত করতে হবে। বর্তমান সময়ে ছাত্রলীগ শুধু এশিয়ার নয় বরং বিশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন।

কেন্দ্রীয় সংসদের সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন নবীনদের উদ্দেশ্য করে বলেন তোমরা নিজেদের মেধাবী হিসেবে গড়ে তুলতে না পারলে ছাত্রলীগের রাজনীতিতে ভুমিকা রাখতে পারবেনা। ছাত্রলীগ একটি পরিচ্ছন্ন রাজনৈতিক ছাত্র সংগঠের নাম। দেশরত্ব শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের উন্নয়নের অংশীদার হয়ে ছাত্ররীগের প্রতিটা নেতাকর্মীদের কাজ করতে হবে। আমরা আজ সমৃদ্ধশালী জাতি হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্টিত করতে পেরেছি।

নজরুর বিশ্ববিদ্যালয় শাখার সাধারন সম্পাদক আপেল মাহমুদ বলেন নজরুল বিশ্বদ্যিালয় ছাত্রলীগ শুধু একটি ছাত্র সংগঠন নয় বরং আমরা সমাজ গঠনে অগ্রনী ভুমিকা পালন করি। জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন জনগনের কাছে পৌছে দিতে কাজ করে যাচ্ছি। সবুজ শ্যমল বাংলাদেশ বির্নিমাণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের আশে পাশে আমরা প্রতিটা ঘরে বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজ বনায়ন করেছি।

এর আগে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক রচনা প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্ধ।

(এমআরএন/এএস/মে ০৪, ২০১৬)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test