E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইবিতে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা

২০১৬ মে ০৯ ১৩:৫১:৫৫
ইবিতে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত বুধবার বিশ্ববিদ্যালয় প্রো-ভিসিপন্থী কর্মকর্তাদের হামলার প্রতিবাদে বঙ্গবন্ধু পরিষদ ও শাপলা ফোরামের ভিসিপন্থী গ্রুপ সকাল ১০টায় মৌন মিছিল করার ঘোষণা দেয়। অপরদিকে বঙ্গবন্ধু পরিষদের পাঁচ কর্মকর্তাকে মারধর ও হামলার ঘটনায় দুই কর্মকর্তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে একই সময় মানববন্ধন করার ঘোষণা দেয় প্রো-ভিসিপন্থী গ্রুপ।

ক্যাম্পাসের চলমান অস্থিরতা নিরসন ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে মৌন মিছিল, মিটিং, মানববন্ধন এবং ছাত্রসংগঠনগুলোর দলীয় ট্রেন্টে বসাসহ সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও বহিরাগতদের অনুপ্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

(ওএস/এএস/মে ০৯, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test