E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জবি’র বাংলা বিভাগে বর্ষ বরণ ও রবীন্দ্র জয়ন্তী উদযাপন

২০১৬ মে ০৯ ১৬:১৪:৫৩
জবি’র বাংলা বিভাগে বর্ষ বরণ ও রবীন্দ্র জয়ন্তী উদযাপন

সুব্রত মণ্ডল : "আনন্দলোকে মঙ্গলালোকে, বিরাজ সত্য সুন্দরও " সঙ্গীতের সাথে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগ বাংলা বর্ষ বরণ- ১৪২৩  ও রবীন্দ্র জয়ন্তী উদযাপন করেছে।

রবিবার সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য ড. মীজানুর রহমান ও বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হোসনে আরা বেগম। অনুষ্ঠানে পর্যায়ক্রমে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি , সঙ্গীত পরিবেশিত হয়।

"যাবার আগে জাগিয়ে দিও, রাঙিয়ে দিয়ে যাও এবার যাবার আগে ..." সংগীতে সঙ্গে নৃত্য পরিবেশন করে বিভাগের শিক্ষার্থীরা।


প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, রবীন্দ্র সাহিত্য দীর্ঘ দিন আগে রচিত হলেও তা সমকালীন ও প্রাসঙ্গিক। অামাদের মেধা ও মননে রবীন্দ্রনাথের প্রভাব লক্ষনীয়। রবীন্দ্রনাথের তুলনা আর কারো সাথে হয় না। আমাদের বাঙালিত্ব ও বাঙালী জীবন, বাংলাদেশ ও আমাদের স্বাধীনতা সবই তার সাহিত্যে বহুকাল আগেই দৃশ্যমান হয়েছে। ১৯২৬ সালে রক্তকরবী নাটকের নন্দিনী চরিত্রে সমকালীন অবরুদ্ধ বাধা বিপত্তি কাটিয়ে তুলেন এখনও আমাদের সমাজে দৃশ্যমান চরিত্রের পূর্বরূপ। বিশ্ববিদ্যালয়ে বর্ষ বরণের মতো বর্ষা বরণেরও ঘোষণা দেন তিনি।

বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাত আরা সোহেলীর নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘‘খ্যাতির বিড়ম্বনা’’ অবলম্বনে নাটক "কিপ্টা সমাচার " মঞ্চায়ণ হয়। অনুষ্ঠানে বাংলা বিভাগের প্রভাষক শরিফ সিরাজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষ্যাধ্যক্ষ অধ্যাপক সেলিম ভূঁইয়া।

(এসএম/এএস/মে ০৯, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test