E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাকৃবিতে আঞ্চলিক নগর সংলাপ অনুষ্ঠিত

২০১৬ মে ২৫ ১৩:০৪:৩৪
বাকৃবিতে আঞ্চলিক নগর সংলাপ অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধি:দেশের ১৬ টি বেসরকারী উন্নয়ন সংস্থার (এনজিও) যৌথ উদ্যোগে ময়মনসিংহে প্রথম নগর সংলাপ অনুঠিত হয়। মঙ্গলবার ‘স্বাস্থ্যকর ও নিরাপদ নগর’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে ওই সংলাপ আয়োজন করা হয়।

জানা যায়, ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শেরপুর জেলা পরিষদের (উপসচিব) প্রধান নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম. লোকমান, বিশেষ অতিথি হিসেবে শেরপুর পৌরসভার মেয়র মো. গোলাম কিবরিয়া, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফিল্ড ডিরেক্টর সাগর মারান্ডী ও সারা সংস্থার সমন্বয়কারী অরন্য ই চিরান উপস্থিত ছিলেন।

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন নগর সংলাপের আহবায়ক ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সিনিয়র ম্যানেজার টিমথি উজ্জ্বল কান্তি সরকার। অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সিনিয়র টিম লিডার মো. নুরুল আলম রাজু। প্রায় দুই শতাধিক অংশগ্রহণকারী তাদের নগর উন্নয়নে মূল্যবান মতামত প্রদান করে। সংলাপে নগরের বিভিন্ন সমস্যা ও সমস্যা সমাধানে করণীয় বিষয় নিয়ে দলীয় আলোচনা ও উপস্থাপন করা হয়।
সভাপতির বক্তব্যে ইকরামুল হক টিটু বলেন, শহরে জলাবদ্বতা সমস্যা সমাধানে ড্রেনসংস্কার, শিক্ষার জন্য উপবৃত্তি, দারিদ্র নিরসনের জন্য কারিগরি শিক্ষাসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। নগর সমস্যা সমাধানে পৌরসভার পক্ষ থেকে যেকোন প্রকার সাহায্য ও সহযোগিতা প্রদানে আমরা অঙ্গিকারাবদ্ধ ।






(এমএসএস/এস/মে২৫,২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test