E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বর্ণাঢ্য আয়োজনে বাকৃবিতে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

২০১৬ জুন ০৪ ১৮:১০:০১
বর্ণাঢ্য আয়োজনে বাকৃবিতে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শনিবার বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব দুগ্ধ দিবস-২০১৬। এ বছরের প্রতিপাদ্য বিষয় ‘সুস্থ জাতি গড়তে দুধের উৎপাদন বাড়ান’। বিশ্ববিদ্যালয়ের পশু পালন অনুষদের ডেয়রি বিজ্ঞান বিভাগের আয়োজনে র‌্যালী, শিশুদের দুধ পান ও সেমিনারের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপিত হয়।

জানা যায়, সকাল ১০টার দিকে র‌্যালীটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এসে শেষ হয়। এসময় বিভিন্ন স্কুলের সহস্রাধিক শিশু-কিশোরদের দুধ পান করানো হয়। পরে দুগ্ধ দিবসের উপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো. আলী আকবর উপস্থিত ছিলেন। ডেয়রি বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড.মো. আশিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আন্তর্জাতিক খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বাংলাদেশ প্রতিনিধি মাইক রবসন, পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড.এস.ডি চৌধুরী, মিল্ক ভিটার অতিরিক্ত সচিব মো. জাকির হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক অজয় কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেয়রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.মো. নুরুল ইসলাম।

(এমএসএস/এএস/জুন ০৪, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test