E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাবি সাংবাদিকের উপর হামলায় বাকৃবিসাসের নিন্দা

২০১৬ জুন ০৯ ২১:৫১:২২
জাবি সাংবাদিকের উপর হামলায় বাকৃবিসাসের নিন্দা

বাকৃবি প্রতিনিধি :বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রতিনিধি শফিকুল ইসলাম ও বিডি প্রেস ডট নেটের প্রতিনিধি আবু রায়হানের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদসহ হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) সভাপতি মো. হাতেম আলী, সাধারণ সম্পাদক আহাদ আলম শিহাবসহ সাংবাদিক সমিতির  সদস্যবৃন্দ।

কয়েকঘন্টার ব্যবধানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মরত দুই সংবাদকর্মীর ওপর ক্ষমতাসীন ছাত্রসংগঠন ছাত্রলীগ কর্মীদের হামলার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বাকৃবি সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা। এপেশায় সাংবাদিকরা বিভিন্ন ঝুঁকি নিয়ে তাদের পেশাগত দায়িত্ব পালন করেন। কিন্তু গণমাধ্যমকর্মীদের ওপর এধরনের হামলা সুষ্ঠু ও স্বাধীন মত প্রকাশে হুমকি। তাই এ ধরনের হীন কাজ ভবিষ্যতে যাতে কেউ না করে সেজন্য জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে।

উল্লেখ্য বুধবার রাতে ক্যাম্পাসের মধ্যে এক ছেলে ও এক মেয়েকে ধরে নিয়ে মারধরের সময় তাদের উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হন জাবি প্রতিনিধি শফিকুল ইসলাম।

ওই ঘটনার পর রাতেই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি ও সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযুক্ত শাখা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক পরিতোষ রায় টিটুকে সাময়িক বহিষ্কার করে। এর আগে সোমবার রাতে বিডি প্রেস ডট নেটের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু রায়হানকে ছাত্রলীগ কর্মী শরীফ হোসেন ওরফে লস্করের নেতৃত্বে পেটানো হয়।




(এমএসএস/এস/জুন ০৯,২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test