E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অনলাইনে প্রোগ্রামিং শেখাতে চালু হলো ইশিক্ষা ডট নেট

২০১৬ জুন ১৪ ১৩:১৬:৫৬
অনলাইনে প্রোগ্রামিং শেখাতে চালু হলো ইশিক্ষা ডট নেট

 নিউজ ডেস্ক: অনলাইনে প্রোগ্রামিং শিক্ষার জন্য নতুন একটি ই-লার্নিং প্ল্যাটফর্ম চালু করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। ‘কম্পিউটার প্রোগ্রামিংয়ের জন্য ই-লার্নিং প্ল্যাটফর্ম উন্নয়ন' কর্মসূচির আওতায় এ প্ল্যাটফর্মটি চালু করা হয়েছে। গত রবিবার আনুষ্ঠানিকভাবে eshikkha.net নামের এই প্ল্যাটফর্মটির উদ্ধোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এ সময় আরও উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, বুয়েটের সিএসই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম। ক্লাউডভিত্তিক এই ই-শিক্ষা প্ল্যাটফর্মে সম্পূর্ণ বাংলায় নির্মিত ভিডিও ও টেক্সট লেসন এবং এক হাজারের বেশি প্রোগ্রামিং সমস্যা রয়েছে। এর পাশাপাশি এই প্ল্যাটফর্মটিতে আছে কোড মার্শাল নামের স্বয়ংক্রিয় জাজিং সিস্টেম। এর ফলে একজন শিক্ষার্থী কোনো শিক্ষক ছাড়াই এখান থেকে প্রোগ্রামিং শিখতে পারবেন, সমস্যাগুলোর সমাধান জানতে পারবেন এবং লিখিত প্রোগ্রামের শুদ্ধতা যাচাই করে নিতে পারবেন। প্ল্যাটফর্মটিতে আরও আছে কৃত্তিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাডাপ্টিভ লার্নিং সিস্টেম যা একজন ব্যবহারকারীর সাফল্য, ব্যর্থতা এবং অনুশীলনের উপর ভিত্তি করে তার জন্য পার্সোনালাইজড লেসনের পরামর্শ দেবে। প্ল্যাটফর্মটি সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন প্রজন্মের হাত ধরে ডিজিটাল বাংলাদেশের কার্যক্রম শুরু হয়েছে। আর এরই অংশ হিসেবে সরকার শিক্ষার্থীদের প্রোগ্রামিং শেখানোর দিকে মনোযোগী হয়েছে। ইতোমধ্যেই আয়োজন করা হয়েছে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা যেখানে শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পাওয়া গেছে।’ তিনি আরও জানান, শিক্ষার্থীদের জন্য প্রোগ্রামিং শেখার কাজটি আরও সহজ করতে এই প্ল্যাটফর্মটি চালু করা হয়েছে। শীঘ্রই মেধাবী প্রোগ্রামারদের জন্য আইসিটি ডিভিশন ফেলোশিপ চালু করবে বলেও জানান প্রতিমন্ত্রী।

(এনডি/বিএইচ১৪জুন২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test